BSF Jawan: ৮ দিন পাকিস্তানের হাতে বাংলার জওয়ান! পাঠানকোটে গিয়ে কী জেনে এলেন স্ত্রী

BSF Jawan: ঘটনার দিন পাঠানকোট সীমান্তে ডিউটি করার সময় শরীর খারাপ লাগায় একটি গায়ের ছায়ায় বসেছিলেন বিএসএফ কনস্টেবল পুর্নম কুমার সাউ। কিন্তু, টের পাননি যে তিনি ভুল করে পাকিস্তানের মাটিতে চলে গিয়েছেন। তারপরই যত কাণ্ড।

BSF Jawan: ৮ দিন পাকিস্তানের হাতে বাংলার জওয়ান! পাঠানকোটে গিয়ে কী জেনে এলেন স্ত্রী
কী বলছেন বিএসএফ জওয়ানের স্ত্রী Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 01, 2025 | 7:19 PM

রিষড়া: পেরিয়ে গিয়েছে এক সপ্তাহের বেশি সময়। এখনও ছাড়েনি পাকিস্তান। পাক রেঞ্জার্সের হাতে বন্দি রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীর খোঁজ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে পাঠানকোট ছুটেছিলেন স্ত্রী রজনী সাউ। কিন্তু, ফিরতে হল খালি হাতেই। তবে মিলল আশ্বাস। তাঁর সঙ্গে গিয়েছিলেন আত্মীয়রাও। একইসঙ্গে ফিরেছেন তাঁরাও। রজনী বলছেন, “অনেক কথা হয়েছে। বিএসএফের কর্তারা বলেছেন ভয়ের কোনও কারণ নেই। উনি নিজে চলে আসবেন।” 

উৎকণ্টা গোটা পরিবারেই। পূর্নমের আত্মীয় সত্য প্রকাশ গুপ্তা জানান, “বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন ছাড়িয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। তাঁরা আমাদের বলেছেন ধৈর্য ধরতে। আমরা ধৈর্য ধরব। কিন্তু কতক্ষণ ধরতে পারব জানি না।” দেশের সঙ্কটজনক পরিস্থিতিতে সীমান্তে ডিউটি করতে গিয়ে ছেলের পাকিস্তানের হাতে আটকা পড়ায় কপালে চিন্তার মেঘ চওড়া হয়েছে পূর্নমের বাবা ভোলানাথ সাউয়ের। উদ্বেগের সুরেই বলছেন, “বৌমার সঙ্গে কী কথা হয়েছে তা আমি জানি না। ছেলে এখনও ফেরেনি। এটা কেন্দ্রীয় সরকারের দায়। কেন্দ্র সরকারেরই দ্বায়িত্ব। তাঁদের কাছ থেকে কোনওরকম খবর আমি পাইনি। এখনই উৎকণ্ঠা কাটছে না।” 

প্রসঙ্গত, কাশ্মীরে নৃশংসভাবে ২৬ পর্যটককে হত্যার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে বদলার রব উঠেছে গোটা দেশে। এরইমধ্যে পাক রেঞ্জার্সের হাতে পূর্ণমের আটকে পড়া দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও বিষিয়ে দেয়। সূত্রের খবর, ঘটনার দিন পাঠানকোট সীমান্তে ডিউটি করার সময় শরীর খারাপ লাগায় একটি গায়ের ছায়ায় বসেছিলেন বিএসএফ কনস্টেবল পুর্নম কুমার সাউ। কিন্তু, টের পাননি যে তিনি ভুল করে পাকিস্তানের মাটিতে চলে গিয়েছেন। তখনই তাঁকে আটক করে পাক রেঞ্জার্সরা।