Mysterious Death of Nurse: সিঙ্গুরের নার্সের রহস্যমৃত্যুতে তুলকালাম, দফায় দফায় বিক্ষোভ বিজেপি-সিপিএমের

Mysterious Death of Nurse: এরইমধ্যে মৃত নার্সের পরিবারের লোক খবর পেয়ে ছুটে আসে সিঙ্গুরে। বাবার অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরইমধ্যে দফায় দফায় তপ্ত হয়ে ওঠে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল।

Mysterious Death of Nurse: সিঙ্গুরের নার্সের রহস্যমৃত্যুতে তুলকালাম, দফায় দফায় বিক্ষোভ বিজেপি-সিপিএমের
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Aug 14, 2025 | 9:32 PM

শ্রীরামপুর: সিঙ্গুরের নার্সিংহোমে নন্দীগ্রামের তরুণী নার্সের অস্বাভাবিক মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার ঢেউ আছড়ে পড়ল শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। নন্দীগ্রামের বাসিন্দা বছর চব্বিশের দিপালী জানা তিন দিন আগে সিঙ্গুরের একটি বেসরকারি নার্সিংহোমে নার্সের কাজে যোগ দেন। সেখানেই গত রাতে  চারতলার ঘরে তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তা নিয়ে এদিন সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সিঙ্গুরের বড়া এলাকা। 

সকালে শ্রীরামপুর চণ্ডীতলার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। প্রায় ছ’ঘন্টা পর অবরোধ ওঠে। বিক্ষোভে নামে সিপিএম-ও। বিকালে তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেও বিক্ষোভ দেখাতে থাকে সিপিএম। পুলিশের সঙ্গে তুমুল বচসাও হয়। 

এরইমধ্যে মৃত নার্সের পরিবারের লোক খবর পেয়ে ছুটে আসে সিঙ্গুরে। বাবার অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরইমধ্যে দফায় দফায় তপ্ত হয়ে ওঠে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল। সিপিএমের বিক্ষোভের মাঝে আসে বিজেপিও। তীব্র ক্ষোভ প্রকাশ করে সিপিএমের রাজ্য কমিটির সদস্য তীর্থঙ্কর রায় বলেন, মর্গের সামনের দিক দিয়ে মৃতদেহ ঢোকানো হয়েছে। সিসিটিভি ভাঙা, দরজার তালা ভাঙা। কোথাও সুরক্ষিত নেই। আমরা দাবি করেছি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করে ময়নাতদন্ত করতে হবে। তবে শেষ পর্যন্ত এদিন আর ময়নাতদন্ত হয়নি। শুক্রবার হবে বলে জানা যাচ্ছে।