Water Connection: জলের আশ্বাস ‘জলে’, গোবর ছুড়ে পঞ্চায়েত অফিসে প্রতিবাদ বিজেপির

Ashique Insan | Edited By: সায়নী জোয়ারদার

Dec 19, 2023 | 3:51 PM

Hooghly: আমনান গ্রামপঞ্চায়েতের প্রধান নির্মল ঘড়ার বক্তব্য, "এটা হ্যান্ডওভার স্কিম ছিল। তাই পিএইচইর জলের সংযোগ দিতে টাকা নেওয়া হয়। তবে পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, সকলকে বিনা পয়সায় জলের সংযোগ দেওয়া হবে। তারপর কারও থেকে টাকা নেওয়া হয়নি।"

Water Connection: জলের আশ্বাস জলে, গোবর ছুড়ে পঞ্চায়েত অফিসে প্রতিবাদ বিজেপির
পঞ্চায়েত অফিসে ছোড়া হচ্ছে গোবর।
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: জলের কল তো রয়েছে, কিন্তু তাতে জলের দেখা নেই। তারই প্রতিবাদে পঞ্চায়েত অফিসে গোবর ছুড়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। পোলবার আমনান গ্রামপঞ্চায়েত এলাকার ঘটনা। অভিযোগ, বাড়ি বাড়ি পানীয় জল দিতে গ্রামের মানুষের থেকে ৩ হাজার ১০০ টাকা করে নিয়েছিল পঞ্চায়েত। রসিদও দেয়। তবে তারপর চার বছর অতিক্রান্ত। এখনও সেই জল পাননি গ্রামের মানুষ।

আমনানের কারিচা মৌজার অন্তর্গত প্রেমনগর গ্রামের কয়েকশো মানুষ পানীয় জল পান না। তারই প্রতিবাদে মঙ্গলবার আমনান গ্রামপঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। পঞ্চায়েত অফিসের দেওয়ালে ছোড়া হয় গোবর।

স্থানীয় বিজেপি নেতা সুরেশ সাউয়ের দাবি, বেআইনিভাবে গ্রামের গরিব মানুষগুলোর কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। স্তোক দিয়েছিল, জল এনে দেবে। কোথায় কী? লোক ঠকানোর কারবার দিকে দিকে। সুরেশ বলেন, “আমরা স্পষ্ট বলে দিলাম, হয় জল দিতে হবে, না হলে এই গরিব মানুষগুলোর টাকা ফেরাতে হবে।”

পাল্টা আমনান গ্রামপঞ্চায়েতের প্রধান নির্মল ঘড়ার বক্তব্য, “এটা হ্যান্ডওভার স্কিম ছিল। তাই পিএইচইর জলের সংযোগ দিতে টাকা নেওয়া হয়। তবে পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, সকলকে বিনা পয়সায় জলের সংযোগ দেওয়া হবে। তারপর কারও থেকে টাকা নেওয়া হয়নি।” তবে যে টাকা নেওয়া হয়েছে, তা যে আর ফেরানো হবে না, সে কথাও জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। তাঁর দাবি, “যে টাকা নেওয়া হয়েছিল তা আর ফেরত হবে না। সংযোগ দিতে খরচ হয়েছে। চারটে পাম্পের কাজ হওয়ার পর আগামী ৩-৪ মাসে জল দেওয়া যাবে।”

Next Article