হুগলি: বিধানসভা নির্বাচন মিটতেই হিড়িক পড়েছে দলবদলের। যোগদান পর্বে ক্রমেই পাল্লা ভারি হচ্ছে ঘাসফুলের। বুথস্তরীয় কর্মী থেকে হেভিওয়েট নেতৃত্ব, বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দেওয়ার লাইনটি সুদীর্ঘ। মঙ্গলবার, বিজেপি নেতা বিভাস মালিক-সহ একাধিক বিজেপি কর্মী একযোগে যোগ দিলেন তৃণমূলে। খানাকুলের বলপাইতে, চুল কেটে ন্যাড়া হয়ে ‘পাপের প্রায়শ্চিত্ত’ করে সাংসদ অপরূপা পোদ্দারের হাত থেকে পতাকা তুলে নেন প্রাক্তন বিজেপি (BJP) কর্মীরা।
সদ্য বিজেপি (BJP) থেকে আসা যোগদানকারী এক কর্মী বলেন, “বিধানসভা নির্বাচনে আমরা বিজেপি করে ভুল করেছি। পাপ করেছি। সেই পাপের প্রায়শ্চিত্ত করতেই আমরা চুল কেটে ন্যাড়া হয়ে আজ তৃণমূলে যোগ দিলাম।” এদিন, তৃণমূলে যোগ দেওয়া নতুন কর্মীদের এ হেন ‘প্রায়শ্চিত্ত’ ক্রিয়াকলাপ নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। পাশাপাশি, খানাকুলের তৃণমূল নেতা ও খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মনোরঞ্জন পাত্রের খুনের ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা বিভাস মালিককে দলে নেওয়া প্রসঙ্গে ইতিমধ্যেই তৃণমূলের অন্তরে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে বিজেপি নেতার এই দলে যোগদান কার অনুমোদিত।
একদিকে বিজেপি (BJP) নেতা বিভাস মালিকের যোগদান, অন্যদিকে বিজেপি কর্মীদের ন্যাড়া হয়ে তৃণমূলে অনুপ্রবেশ নিয়ে তোপ দেগেছে গেরুয়া শিবির। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ বলেন, “তৃণমূলে গেলে কি এখন চুল কেটে যেতে হবে? অবশ্য এরা যারা গিয়েছে তাদের কোনও বক্তব্য় নেই। যখন যে দলে জল বেশি, সেই দলে যায়। এ নিয়ে বিশেষ কিছু বলার নেই।” যদিও, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব এ প্রসঙ্গে বলেন, “তৃণমূলে আসতে হলে সাংগঠনিক পরিকাঠামোর মধ্যে দিয়ে আসতে হবে। আগে ব্লক,তার পরে জেলা ও শেষে রাজ্য কমিটির অনুমোদন চাই।”
আরও পড়ুন: দিল্লির ‘পাওয়ার বৈঠকে’ ডাক পাননি, ‘পিকে আমাদের ভাগ্যবিধাতা নন’, কটাক্ষ অধীরের