Arambagh Blast: জেল হেফাজতে তৃণমূল নেতা, বিস্ফোরণের বিকট শব্দে তছনছ কাঞ্চনের বাড়ি 

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 06, 2022 | 5:57 PM

Arambagh Blast: সোমবার রাত থেকেই সরগরম আরামবাগের বাতানল এলাকা। বাতানলের মানুষ শান্তিপ্রিয় বলেই দাবি এলাকার বাসিন্দাদের।

Arambagh Blast: জেল হেফাজতে তৃণমূল নেতা, বিস্ফোরণের বিকট শব্দে তছনছ কাঞ্চনের বাড়ি 
ভেঙে পড়েছে বাড়ি

Follow Us

আরামবাগ: ভূপতিনগরের বিস্ফোরণের সূত্র খুঁজতে এখনও চলছে তদন্ত। চলছে রাজনৈতিক চাপান-উতোর। এরই মধ্যে ফের ভয়াবহ বিস্ফোরণে (Blast) উড়ে গেল তৃণমূল (TMC) নেতার বাড়ি। হুগলির আরামবাগের বাতানল এলাকার ঘটনা। তৃণমূল নেতা কাঞ্চন মুন্সীর বাড়ি কার্যত তছনছ হয়ে গিয়েছে। সোমবার রাতের দিকে ওই বাড়ির কাছে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। জানা গিয়েছে, বাইরে থেকে কেউ বোমা ফেলল নাকি বাড়ির ভিতর থেকেই বিস্ফোরণের সূত্রপাত, তা নিয়ে উঠেছে প্রশ্ন। সম্প্রতি এলাকায় এক গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় মাধরের অভিযোগে গ্রেফতার হন কাঞ্চন মুন্সী। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি। এরই মধ্যে এই বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সোমবার রাত থেকেই সরগরম আরামবাগের বাতানল এলাকা। বাতানলের মানুষ শান্তিপ্রিয় বলেই দাবি এলাকার বাসিন্দাদের। বোমাবাজি তো দূর, এলাকায় কোনও রাজনৈতিক মিছিলের আওয়াজ শোনা যায় না বলেই দাবি তাঁদের। এরই মধ্যে বোমার শব্দে কার্যত আশপাশের সব বাড়িই কেঁপে ওঠে সোমবার রাতে। এলাকার মানুষজন জানিয়েছেন তাঁরা আতঙ্কে আছেন।

এলাকাবাসীর অভিযোগ,বোমাবাজির ঘটনায় কাঞ্চনের বাড়ির গোডাউন হিসেবে ব্যবহৃত একটি অংশ ভেঙে পড়ে। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তবে এর পিছনে কারা আছে, তা আঁচ করতে পারেননি এলাকাবাসীরা। মঙ্গলবার সকালেই ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে তারা।

তৃণমুল নেতা কাঞ্চন মুন্সী মারধরের অভিযোগে আপাতত জেল হেফাজতে রয়েছেন। আর তাঁর পরিবার আরামবাগের মুথাডাঙায় বসবাস করেন। বাতানলে কাঞ্চনের ওই বাড়ি ফাঁকাই ছিল। এরই মাঝে এ ধরনের ঘটনায় বাড়ছে জল্পনা। প্রতিবেশীদের ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। এলাকার এক বাসিন্দা জানান, বেশি রাতে নয়, রাত ৯ টা নাগাদ এলাকার স্কুলের কাছে প্রথম বোমার শব্দ পাওয়া যায়। এরপরই আরও তীব্র শব্দ হয়, ঘর বাড়ি কেঁপে ওঠে।

সপ্তাহ দুয়েক আগেই এই বাতানল অঞ্চলে বোমাবাজির জন্য আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রেখেছিলেন কয়েকদিন। পুলিশি আশ্বাসে আবারও দোকানপাট খোলা হয়েছে সদ্য। তৎকালীন বোমাবাজির ঘটনায় এখনও ১০ জন জেল হেফাজতে আছেন।

আরামবাগের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা কৃষ্ণচন্দ্র সাঁতরা এই ঘটনা প্রসঙ্গে বলেন, “এখনও পর্যন্ত কেউ আমাকে বিষয়টি জানায়নি। তবে আমি খোঁজ নিয়ে দেখছি। যদি এমন ঘটনা ঘটে তাহলে পুলিশ পুলিশের কাজ করবে।” আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন, “আরামবাগের বাতানাল অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মাদার ও যুবর মধ্য দীর্ঘদিন ধরেই গন্ডগোল চলছে, এটা তারই ফল। এছাড়া অন্য কিছু নয়”।

উল্লেখ্য, সম্প্রতি কাঁথির ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে তৃণমূল নেতা রাজকুমার মান্নার।

Next Article