Arambagh-Goghat: আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় দুই মহিলার পর পর দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক শোরগোল

Arambagh-Goghat: এদিন সকালেই গোঘাটেও দেখা যায় একই ছবি। আরামবাগ- মেদিনীপুর ৭ নম্বর রাজ্য সড়কের পাশে গোঘাটের মান্দারণে সাতসকালেই খালের জলে এক মহিলার মৃতদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

Arambagh-Goghat: আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় দুই মহিলার পর পর দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক শোরগোল
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Aug 31, 2025 | 1:02 PM

আরামবাগ: সকাল থেকে পর পর দেক উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য আরামবাগ, গোঘাটে। রবিবার আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন রেল লাইনের পাশের একটি ঝোপের মধ্যে এক মহিলার পচাগলা দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এলাকারই কিছু লোকজন ওই সময় জমি চাষ করছিলেন। তাঁরাই প্রথম তা দেখতে পান। তবে মৃতার নাম, পরিচয় জানা যায়নি। 

দেহের অবস্থা দেখে স্থানীয় বাসিন্দাদের অনেকে মনে করছেন বিষ খেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন ওই মহিলা। খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর যায় পুলিশের কাছেও। রেল পুলিশ ও আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। নাম পরিচয় জানার চেষ্টা চলছে। 

অন্যদিকে এদিন সকালেই গোঘাটেও দেখা যায় একই ছবি। আরামবাগ- মেদিনীপুর ৭ নম্বর রাজ্য সড়কের পাশে গোঘাটের মান্দারণে সাতসকালেই খালের জলে এক মহিলার মৃতদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। গোঘাট থানার পুলিশ গিয়ে খালের জল থেকে দেহ তোলে। তবে মহিলার নাম-পরিচয় জানা যায়নি। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য তা আরামবাগ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।