Bomb Recover: শ্রীরামপুরে রেললাইনের ধার থেকে উদ্ধার বোমা, আতঙ্কে এলাকাবাসী

Hooghly: চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, পুলিশের কাছে খবর আসে ঝোপের ধারে বোমা রয়েছে বালতিতে। এরপরই বড়সড় টিম সেখানে হাজির হয়। কী ধরনের বোমা, কারা রেখে গিয়েছে, কী উদ্দেশ্য সবই জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান সিপি। এলাকায় বোমা উদ্ধারের খবরে রীতিমতো আতঙ্কে এলাকার লোকজন।

Bomb Recover: শ্রীরামপুরে রেললাইনের ধার থেকে উদ্ধার বোমা, আতঙ্কে এলাকাবাসী
বালতিতে বোমা রাখা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 15, 2023 | 9:46 PM

হুগলি: রেললাইনের ধার থেকে বোমা উদ্ধার ঘিরে শোরগোল শ্রীরামপুরে। শুক্রবার শ্রীরামপুর রেল লাইনের পাশ থেকে বোমা উদ্ধার করে পুলিশ। একটি হলুদ রঙের বালতিতে পাঁচটি বোমা রাখা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় যায় চন্দনগর পুলিশ। তারাই খবর দেয় সিআইডি বম্ব স্কোয়াডকে। পুলিশ ও বম্ব স্কোয়াড টিমের যৌথ অভিযানে বালতি-বোমা উদ্ধার করা হয়। হাওড়া বর্ধমান শাখার তিন নম্বর লাইনের আন্ডারপাসে কাছে রাখা ছিল বোমাগুলি।

এদিকে এলাকায় বোমা উদ্ধারের খবরে রীতিমতো আতঙ্কে এলাকার লোকজন। স্থানীয় বাসিন্দাদের কথায়, পুলিশের কাছে খবর না পৌঁছলে বড় বিপদও হতে পারত। তাঁদের কথায়, পঞ্চায়েত ভোটের আবহে বহু বোমাবাজি দেখা গিয়েছে রাজ্যজুড়ে। বহু জায়গা থেকে বোমা উদ্ধারও হয়েছে। এদিনের উদ্ধার হওয়া বোমার সঙ্গেও কি সেই যোগ আছে, খতিয়ে দেখা হচ্ছে।

চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, পুলিশের কাছে খবর আসে ঝোপের ধারে বোমা রয়েছে বালতিতে। এরপরই বড়সড় টিম সেখানে হাজির হয়। কী ধরনের বোমা, কারা রেখে গিয়েছে, কী উদ্দেশ্য সবই জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান সিপি।