Extramarital Affair: বিবাহিত মহিলার সঙ্গে পরকীয়া, গৃহবধূ থাকতে না চাওয়ায় বাড়িতে আগুন লাগিয়ে দিল প্রেমিক

Ashique Insan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 01, 2023 | 5:14 PM

Hooghly: পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পোলবার বাসিন্দা দীনবন্ধু ঢ্যাং। তাঁর স্ত্রীর সীমা ঢ্যাংয়ের সঙ্গে ফেসবুকে আলাপ হয় সপ্তগ্রামের অঞ্জন পাত্রের।

Extramarital Affair: বিবাহিত মহিলার সঙ্গে পরকীয়া, গৃহবধূ থাকতে না চাওয়ায় বাড়িতে আগুন লাগিয়ে দিল প্রেমিক
প্রেমিকার বাড়িতে আগুন লাগালো প্রেমিক (নিজস্ব চিত্র)

Follow Us

পোলবা: বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মহিলা। স্বামী ও সন্তানকে ফেলে প্রেমিকের বাড়িতে চলেও যান। পরে যদিও নিজের ‘ভুল’ বুঝতে পেরে স্বামীর ঘরে ফিরে আসেন। কিন্তু নাছোড় প্রেমিক তাঁর প্রেমিকাকে ছাড়তে নারাজ। শেষমেশ প্রেমিকাকে না পেয়ে তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা হুগলির পোলবার সুগন্ধায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পোলবার বাসিন্দা দীনবন্ধু ঢ্যাং। তাঁর স্ত্রীর সীমা ঢ্যাংয়ের সঙ্গে ফেসবুকে আলাপ হয় সপ্তগ্রামের অঞ্জন পাত্রের। আলাপ থেকে ফোনে যোগাযোগ।সম্পর্ক গভীর হয় দুজনের। বছর খানেক ধরে তাঁদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে।

পরিবার সূত্রে খবর, সম্প্রতি সীমাদেবী সেই সম্পর্ক ছেড়ে স্বামী সন্তানের সঙ্গে থাকতে চাওয়াতেই সমস্যা শুরু হয়। বধূর অভিযোগ,অঞ্জন তাঁকে জোর করেন তাঁর সঙ্গে থাকতে হবে বলে। গত জুন মাসে স্বামীর ঘর ছেড়ে অঞ্জনের বাড়িতে চলে যায়। সেখানে অঞ্জন মারধোর করত বলে অভিযোগ। তিন মাস পর স্বামীর ফের ঘরে ফিরেও আসেন তিনি। অভিযোগ, এরপর থেকেই নিয়মিত হুমকি দিতে থাকে অঞ্জন। তাঁর সঙ্গে না গেলে মেরে ফেলবে এমনটাও হুমকি দেন গৃহবধূকে।

এরপর গতকাল অমরপুর ফুটবল মাঠে অঞ্জন এবং সীমার দেখা হয়। হুগলির সুগন্ধা দিল্লি রোডের কাছে গৃহবধূর বাড়িতে অঞ্জন ডেকে পাঠায় সীমাকে। তবে সীমা বা তাঁর স্বামী কেউ আসেননি সেখানে। এ দিকে অঞ্জন ভাবে সীমাদেবী ও তাঁর পরিবার ওই বাড়িটিতে রয়েছে। গভীর রাতে সেই বাড়িতে আগুন লাগিয়ে দেন অঞ্জন। এমনটাই অভিযোগ গৃহবধূর। এরপর বাড়িটি দাউ দাউ করে জ্বলতে দেখে পুলিশ ও দমকলে খবর দেন প্রতিবেশিরা। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। ততক্ষণে অবশ্য ঘরের সমস্ত কিছু পুরে ছাই হয়ে গিয়েছে।

সীমাদেবী বলেন, “ফেসবুকে আমার খারাপ ছবি ছেড়ে দিত। বলত আমাদের পুড়িয়ে মেরে দেবে। আমরা অন্য বাড়িতে আছি জানত না। তাই এই বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল। কপাল ভাল আমরা কেউ ছিলাম না।” বধূর শ্বশুর পরেশ ঢ্যাং জানিয়েছেন, দিন পনের কেউ এই বাড়িতে থাকে না। রাত দেড়টা নাগাদ আমরা জানতে পারি। বাইরে থেকে আগুন দেওয়া হয়েছে বাড়িতে। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে পোলবা থানার পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

Next Article