Bus Strike: রাস্তায় নামবে না ৪৫০ বাস, অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বিপাকে পড়বেন হাজার হাজার যাত্রী

Hooghly: এক্সপ্রেস বাস সংঠনের জেলা সম্পাদক গৌতম ধোলে জানিয়েছেন, একদিনের জন্য লোকাল বাস সংগঠনের ধর্মঘটকে সমর্থন করেছে এক্সপ্রেস বাস সংগঠন।

Bus Strike: রাস্তায় নামবে না ৪৫০ বাস, অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বিপাকে পড়বেন হাজার হাজার যাত্রী
ফাইল ছবিImage Credit source: Getty Image

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 15, 2025 | 5:28 PM

হুগলি: প্রতিদিন রাস্তায় নামলেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাসচালকদের। রাস্তায় চলাই দায়। বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হচ্ছে না। এই দাবি নিয়েই এবার বাস ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকাল বাসের পাশাপাশি সোমবার বন্ধ থাকবে এক্সপ্রেস বাসও।

হুগলির বাস মালিকদের এই সিদ্ধান্তে সমস্যা পড়তে পারেন হাজার হাজার মানুষ। লোকাল বাস সংগঠনের ডাকা ধর্মঘটকে সমর্থন করেছে এক্সপ্রেস বাস সংঠনের। ফলে, সোমবার হুগলি জেলা জুড়ে বন্ধ থাকবে প্রায় সাড়ে চার’শ বাস। সপ্তাহের প্রথম দিনে বাস বন্ধ থাকবে, ফলে ভোগান্তির শিকার হতে পারেন হাজার হাজার বাস যাত্রী।

বাস সংগঠনগুলির মূল অভিযোগ হল, হুগলি জেলার রাস্তায় অবৈধভাবে চলছে অটো, টোটো। সেগুলি নিয়ন্ত্রণের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বাস ধমর্ঘটের ডাক দিয়েছে লোকাল বাস সংগঠন। এক্সপ্রেস বাস সংঠনের জেলা সম্পাদক গৌতম ধোলে জানিয়েছেন, একদিনের জন্য লোকাল বাস সংগঠনের ধর্মঘটকে সমর্থন করেছে এক্সপ্রেস বাস সংগঠন। মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসগুলি স্বাভাবিকভাবে যাতায়াত করবে।

জানা গিয়েছে, হুগলি জেলায় লোকাল ও এক্সপ্রেস বসের সংখ্যা প্রায় সাড়ে চারশ। জেলার বৃহত্তম বাসস্ট্যান্ড তারকেশ্বর থেকে প্রায় ১০০ টি লোকাল বাস ও ২৫০টি এক্সপ্রেস বাস চলাচল করে। মোট ১২টি জেলায় যাতায়াত করে বাসগুলি। হুগলি জেলায় লোকাল ও এক্সপ্রেস বাস বন্ধ থাকার জেরে শুধুমাত্র হুগলি জেলা নয়, রাজ্যের প্রায় ১২টি জেলায় এর প্রভাব পড়তে চলছে।