Protest against RG Kar incident: মানববন্ধনে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি, চালকের অবস্থা দেখে হতবাক প্রতিবাদীরা

Ashique Insan | Edited By: সঞ্জয় পাইকার

Sep 06, 2024 | 1:29 PM

protest against RG Kar incident: বুধবার রাতে উত্তরপাড়ার জিটি রোডে গৌরী সিনেমা হল মোড়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি চলছিল। সেই সময় হঠাৎ এক চারচাকা গাড়ি ঢুকে পড়ে সেখানে। আন্দোলনকারী এক ব্যক্তি জানান, কর্মসূচি শেষ করে মানুষজন বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় অতি দ্রুত গতিতে একটি চারচাকা গাড়ি ওই রাস্তায় ঢুকে পড়ে।

Protest against RG Kar incident: মানববন্ধনে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি, চালকের অবস্থা দেখে হতবাক প্রতিবাদীরা
এই গাড়িটি মানববন্ধন কর্মসূচির মধ্যে ঢুকে পড়ে

Follow Us

উত্তরপাড়া: আরজি কর কাণ্ডের প্রতিবাদ। ১৪ অগস্টের পর ফের রাত দখল। রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ প্রতিবাদে সামিল হন। উত্তরপাড়ায় তেমনই এক জমায়েতে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি। কোনওরকমে রক্ষা পেলেন প্রতিবাদীরা। গাড়ি আটকে চালকের অবস্থা দেখে হতবাক তাঁরা। শেষপর্যন্ত পুলিশ ওই চালককে আটক করে নিয়ে যায়।

বুধবার রাতে উত্তরপাড়ার জিটি রোডে গৌরী সিনেমা হল মোড়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি চলছিল। সেই সময় হঠাৎ এক চারচাকা গাড়ি ঢুকে পড়ে সেখানে। আন্দোলনকারী এক ব্যক্তি জানান, কর্মসূচি শেষ করে মানুষজন বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় অতি দ্রুত গতিতে একটি চারচাকা গাড়ি ওই রাস্তায় ঢুকে পড়ে। স্থানীয়দের অভিযোগ, গাড়িটি এত দ্রুতগতিতে আসে যে যেকোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।

স্থানীয় বাসিন্দারা ওই গাড়ির চালককে ধরে ফেলেন। দেখেন, গাড়ির চালক মদ্যপ অবস্থায় রয়েছেন। সেখানে কর্তব্যরত পুলিশকর্মীদের হাতে তুলে দেওয়া হয় ওই চালককে। জানা গিয়েছে, ওই গাড়িতে থাকা যাত্রীরা উত্তরপাড়া থেকে রিষড়া স্টেশনে গিয়েছিলেন ট্রেন ধরতে। তাঁরা রাজস্থানের বাসিন্দা। তবে ট্রেন মিস করাতে তাঁরা ফের উত্তরপাড়া ফিরছিলেন। সেই সময় প্রতিবাদ এই কর্মসূচির মধ্যে ঢুকে পড়ে গাড়িটি। পুলিশ ওই গাড়িচালককে আটক করেছে। প্রসঙ্গত, কয়েকদিন আগে কলকাতার সিঁথির মোড়ে আন্দোলনের মধ্যে মদ্যপ অবস্থায় এক সিভিক ভলান্টিয়ার বাইক নিয়ে ঢুকে পড়েন। তাঁর বাইকে পুলিশের স্টিকার লাগানো ছিল। যা নিয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। পরে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article