Child Body: ড্রোন-স্নিফার ডগ দিয়ে খোঁজাখুঁজির পর স্বর্ণাভর দেহ মিলল বাড়ির বাথরুমে! আটক দাদু-ঠাকুমা

Child Body: দীর্ঘ তল্লাশির পর, ভোর পাঁচটায় তাঁর দাদু শম্ভু সাহা শৌচালয় থেকে শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসকরা শিশু মৃত বলে ঘোষণা করেন।

Child Body: ড্রোন-স্নিফার ডগ দিয়ে খোঁজাখুঁজির পর স্বর্ণাভর দেহ মিলল বাড়ির বাথরুমে! আটক দাদু-ঠাকুমা
মৃত শিশুImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 24, 2024 | 3:28 PM

হুগলি: শনিবার দুপুর থেকে সন্তানের খোঁজ পাচ্ছিলেন না বাবা-মা। পুলিশকে খবর দেওয়া হয় শনিবার রাতেই। পুলিশ বাড়ির আশপাশে খোঁজ চালায় দিনভর। এমনকী ড্রোন উড়িয়েও শিশুর খোঁজ চালানো হয়। নিয়ে যাওয়া হয় স্নিফার ডগ। কোথাও সন্ধান পাওয়া যায়নি। আর রবিবার সকালে শৌচালয়ের দরজা খুলতে গিয়েই চমকে যান শিশুর দাদু। ভিতরে পড়ে রয়েছে এক শিশু। ভাল করে দেখেই বুঝতে পারেন তাঁর নাতি।

হুগলির গুপ্তিপাড়ার ঘটনা। নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার হল বাড়িরই বাথরুম থেকে। মৃতের নাম স্বর্ণাভ সাহা। মৃত শিশুর বয়স ৪ বছর। জানা গিয়েছে, শনিবার দুপুরে ঠাকুরদার বাড়িতে খেলতে যাওয়ার কথা জানিয়েছিল ওই শিশু। মা কে বলেই পাশে আত্মীয়ের বাড়িতে যায় সে। তারপর থেকে তার আর কোনও সন্ধান পাওয়া যায়নি।

দীর্ঘ তল্লাশির পর, ভোর পাঁচটায় তাঁর দাদু শম্ভু সাহা শৌচালয় থেকে শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসকরা শিশু মৃত বলে ঘোষণা করেন।

মৃত শিশুর দিদা জানান, শনিবার দুপুরে শিশুর মা তাকে খেতে দিতে চেয়েছিলেন। কিন্তু ছেলে বলে, একটু খেলে আসছে। এরপর পাশেই ঠাকুমার বাড়িতে চলে যায়। তারপর আর ফেরেনি। তিনি আরও জানান, শিশুর ঠাকুমা-ঠাকুরদার সঙ্গে মাঝে মধ্যেই বচসা হত তার মায়ের। কয়েকদিন আগেই মনোমালিন্য হয়েছিল। তবে এই ঘটনা কীভাবে ঘটল, তা এখনও বুঝতে পারছে না শিশুর পরিবার। সন্তানশোক কাটিয়ে উঠতে পারেনি তারা।