Chinsurah: সবটা শেষ! পুরীর জগন্নাথ ধাম থেকে বর্ষশেষে বাড়ি ফিরতেই মণ্ডল পরিবার বুঝল তারা আজ নিঃস্ব
Chinsurah: পরিবারের সদস্যরা জানাচ্ছেন, রবিবার তাঁদের ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। যখন ঘরে ঢুকতে যান, দেখেন সদর দরজা হালকা করে ভেজানো রয়েছে। তালা ভাঙা। দেখেই বুকটা ছ্যাৎ করে উঠেছিল। ঘরে ঢুকে দেখেন আলমারির লকার ভাঙা।
হুগলি: বছর শেষের ট্রিপ। সপরিবারে পুরি বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখলেন ঘর ফাঁকা। খোয়া গিয়েছে সর্বস্ব। বাড়ি ফিরে নিঃস্ব চুঁচুড়ার অন্তারবাগানের মণ্ডল পরিবার। দিন দশেক আগে পরিবার নিয়ে পুরি বেড়াতে গিয়েছিলেন চুঁচুড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের অন্তারবাগানের বাসিন্দা মানস কুমার মণ্ডল। শনিবার রাতে বাড়ি ফিরে দেখেন বাড়ির আলমারি খোলা, সব কিছু লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে।
পরিবারের সদস্যরা জানাচ্ছেন, রবিবার তাঁদের ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। যখন ঘরে ঢুকতে যান, দেখেন সদর দরজা হালকা করে ভেজানো রয়েছে। তালা ভাঙা। দেখেই বুকটা ছ্যাৎ করে উঠেছিল। ঘরে ঢুকে দেখেন আলমারির লকার ভাঙা। জামা কাপড়, সব কিছু লণ্ডভণ্ড অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে। নগদ টাকা সহ সোনার গহনা চুরি গিয়েছে বলে জানান বাড়ি মালিক মানস।
পরিবারের সদস্যদের চিৎকারেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় চুঁচুড়া থানার পুলিশকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।খবর পেয়ে বাড়িতে যান স্থানীয় কাউন্সিলর দিব্যেন্দু অধিকারী। তিনি বলেন, “চুরি হয়েছে ফাঁকা বাড়িতে তদন্ত শুরু করেছে পুলিশ।”
বাড়ি মালিক মানসকুমার মণ্ডল বলেন, “১০ দিনের জন্য গিয়েছিলাম। ফিরে এসে দেখি এই অবস্থা। ঘরের সবদিক লণ্ডভণ্ড ছিল। ভয়ঙ্কর পরিস্থিতি।” এরকম পরিস্থিতিতে আতঙ্কিত পাড়ার বাসিন্দারাও। এক প্রতিবেশী বলেন, “জমজমাট পাড়া। তার মধ্যেই কখন এভাবে চুরি হয়ে গেল, বোঝাই যাচ্ছে না। আমরা সবাই আতঙ্কিত।”