Chinsurah: লেখা ‘মেড ইন কোরিয়া’, আকাশ থেকে মাটিতে পড়ল অদ্ভুত যন্ত্র, আতঙ্কে কাঁটা চুঁচুড়াবাসী

Chinsurah: চাঞ্চল্যকর ঘটনাটি হুগলির চুঁচুড়ায়। আজ সকালে চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের ২ নং কাপাসডাঙায় একটি বাড়ির সামনে সাদা রঙের যন্ত্র আকাশ থেকে ভেঙে পড়ে। সঙ্গে একটা বেলুন ছিল ফেটে যায়। দৌড়ে বেরিয়ে আসেন বাড়ির বাসিন্দা বিপ্লব হালদার।

Chinsurah: লেখা মেড ইন কোরিয়া, আকাশ থেকে মাটিতে পড়ল অদ্ভুত যন্ত্র, আতঙ্কে কাঁটা চুঁচুড়াবাসী
কী এই যন্ত্র Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 15, 2024 | 2:09 PM

চুঁচুড়া: রঙ সাদা। দেখতে খানিকটা অ্যাডপ্টারের মতো। তাতে আবার জ্বলছে লাল আলো। অদ্ভুত এই যন্ত্রটি আচমকাই আকাশ থেকে এসে পড়ল মাটিতে। প্রথমে বোমা ভেবে ভুল করেছিলেন চুঁচুড়ার কাপাসডাঙার লোকজন। তবে যখন জানতে পারলেন সেটি বোমা নয় তখন আতঙ্ক আরও বাড়ল।

চাঞ্চল্যকর ঘটনাটি হুগলির চুঁচুড়ায়। আজ সকালে চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের ২ নং কাপাসডাঙায় একটি বাড়ির সামনে সাদা রঙের যন্ত্র আকাশ থেকে ভেঙে পড়ে। সঙ্গে একটা বেলুন ছিল ফেটে যায়। দৌড়ে বেরিয়ে আসেন বাড়ির বাসিন্দা বিপ্লব হালদার। যন্ত্রটিকে তুলে হাতে করে পাঁচিলের উপর রাখে। যন্ত্রটি কী তা দেখার জন্য ভিড় জমে যায়। এরপর পুলিশ ঘটনাস্থলে যায়। যন্ত্রটিকে তুলে নেয়।

এ দিকে, যে পাড়ায় ঘটনাটি ঘটেছে সেখানে থাকেন আবার হুগলি লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী প্রদীপ পাল। তিনি বলেন, “আমাকে বিপ্লব খবর দেয় আকাশ থেকে মেশিন পড়ছে। আমরা পুলিশে খবর দিই। যন্ত্রটি কী তা বুঝতে না পারায় প্রাথমিক ভাবে একটা আতঙ্ক ছড়ায়। অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে বোমা পাওয়া গেছে নাকি! আমি বলি না একটা যন্ত্র যেটা আকাশ থেকে পড়েছে।”

যন্ত্রটি কী?

জানা গিয়েছে, যন্ত্রটি একটি রেডিয়ো সোন্ড। ব্যাটারি চালিত টেলিমেট্রি যন্ত্র। বেলুনের মাধ্যমে বায়ুমণ্ডলে ঘোরে। রেডিয়োর মাধ্যমে উচ্চতা,চাপ,তাপমাত্র,আপক্ষিক আর্দ্রতা, বায়ুর গতি ও দিক এবং ভৌগলিক অবস্থান(অক্ষাংশ/দ্রাঘিমাংশ)গ্রাউন্ড রিসিভারে পাঠায়। ওজন ঘনত্ব পরিমাপকারী রেডিয়োসোন্ডকে ওজোনসোন্ডও বলা হয়। যন্ত্রটির গায়ে মেড ইন কোরিয়া লেখা।

তবে কোথা থেকে এল তা জানা যায়নি। তবে এই যন্ত্রকে ঘিরে আতঙ্কের কিছু নেই বলেই জানিয়েছে পুলিশ। এর আগে অসম ও তামিলনাড়ুতে এই ধরনের যন্ত্র আকাশ থেকে পড়েছিল।