
হুগলি: কর্তব্যরত পুলিশ কর্মীদের সিঁদুর পরানোয় অভিযুক্ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল পুলিশ। চুঁচুড়া থানায় হাজিরা দিয়ে নোটিস মেনে চলার সম্মতি জানিয়ে এলেন ৬ বিজেপি নেতা কর্মী।
গত ৩০ মে চুঁচুড়া পিপুলপাতি পাঁচমাথা মোড়ে বিক্ষোভ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রীর অপারেশন সিঁদুর বক্তব্যের পাল্টা মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন তার প্রতিবাদে ছিল সেই আন্দোলন। সেখানে অবরোধ সরাতে গেলে কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের কপালে গালে সিঁদুর লেপে দেয় বিজেপি কর্মীরা।যা ব্যাপক বিতর্ক তৈরি হয়।
ঘটনার পরদিন চুঁচুড়া থানার পুলিশ ৬ বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। নোটিস ধরানো হয় বিজেপি হুগলি সংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ, হুগলি মহিলা মোর্চার সম্পাদক অরূপা সামন্ত সহ ছয় জনকে।
আজ ছয় জনই চুঁচুড়া থানায় গিয়ে নোটিস কমপ্লাই করেন। তাঁদের বিরুদ্ধে ১৮৯(২)/২২১/১২৬(২)/২৮৫/১৩২/৩৫১(২) বিএনএস এর ধারায় মামলা রুজু হয়।
বিজেপি কর্মীদের দাবি, তাঁরা সিঁদুরের অপমানের বিরুদ্ধে আন্দোলন করেছেন।মহিলা পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর পরনো হয়নি। আদালতে জামিনের আবেদন করা হবে।
সুরেশ সাউ বলেন, “থানায় হাজিরা না দিলে গ্রেফতার করবে বলছে পুলিশ।তাই আমরা হাজিরা দিয়ে নোটিস কমপ্লাই করেছি। অনুব্রত পুলিশ অফিসারকে হুমকি দিচ্ছেন, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেই। পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে।তাদের ভাবা উচিত ডিএ বাকি আছে তাঁদেরও। আমি সিঁদুর পরাইনি, তবুও আমার বিরুদ্ধে অভিযোগ।”