Chinsurah: রাত হলেই আসছে ওরা, সদর দরজা বন্ধ থাকলেও রোজ একই ঘটনা, চুঁচুড়ার লোকজন আতঙ্কে কাঁটা

Chinsurah: এলাকাবাসীর বক্তব্য, কোনও বাড়িতে মোবাইল চুরি হয়েছে, কোনও বাড়িতে নগদ টাকা, আবার একটি বাড়ি থেকে গহনা চুরি হয়েছে। এরপরই চুঁচুড়া থানার অন্তর্গত কেওটা ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্তে যায়।

Chinsurah: রাত হলেই আসছে ওরা, সদর দরজা বন্ধ থাকলেও রোজ একই ঘটনা, চুঁচুড়ার লোকজন আতঙ্কে কাঁটা
চুঁচুড়ায় কী ঘটছে?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 02, 2025 | 1:18 PM

চুঁচুড়া: বেশ কয়েকদিন ধরেই চুঁচুড়ায় ঘটে চলছে কয়েকটি ঘটনা। ঘরে না থাকা অবস্থায় তো বটেই, পাশাপাশি ঘরে মানুষজন থাকলেও ঘটে চলেছে এমন ঘটনা। হুগলির চুঁচুড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের ঘটনা। ঠিক কী ঘটছে?

চুঁচুড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের হেমন্ত বসু কলোনী। সেখানেই পাঁচটি বাড়িতে চুরি হয়েছে। মঙ্গলবার রাতে বাড়িতে লোক থাকা অবস্থায় কী করে চুরি হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। জানা গিয়েছে, ওই কলোনীর পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

এলাকাবাসীর বক্তব্য, কোনও বাড়িতে মোবাইল চুরি হয়েছে, কোনও বাড়িতে নগদ টাকা, আবার একটি বাড়ি থেকে গহনা চুরি হয়েছে। এরপরই চুঁচুড়া থানার অন্তর্গত কেওটা ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্তে যায়। সেই কলোনীতে সব বাড়ি ঘেঁষাঘেঁষি।সেখানে অবাধে চোর ঢুকল চুরি করল চলে গেল কী করে, তা ভাবাচ্ছে পুলিশকে।

আতঙ্কিত এক ব্যক্তি বিশ্বজিৎ দাস বলেন, “আমার ঘরের দরজা বন্ধ ছিল তাই ঢুকতে পারেনি। কিন্তু জানলা দিয়ে মোবাইল নিয়ে চলে গিয়েছে। মেয়ের পড়ার ব্যাগ, মায়ের ওষুধের ব্যাগ সব ঘেঁটে দেখেছে। কিছু পায়নি তারপর এই অবস্থা।” এক মহিলা বলেন, “আমার ঘরের দরজা বন্ধ। তবে ঢালাই হচ্ছে তো। ছাদ ফাঁকা সেখান থেকেই ঢুকে গেছে। আর তারপর এইভাবে চুরি করে নিয়ে যাচ্ছে।”