Bula Choudhury: বুলা চৌধুরীর বাড়ি থেকে ‘পদ্মশ্রী’ চুরি, হাজির হল CID

Bula Choudhury: বুলা চৌধুরী এখন ওই বাড়িতে থাকেন না, থাকেন কলকাতার বাড়িতে। মাঝে মাঝে সেখানে যান। সেই ফাঁকা বাড়ি থেকেই তাঁর সব পদক চুরি হয়ে গিয়েছে। সাঁতারুর বাড়িতে এই চুরির ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হতেই তৎপর হয় পুলিশ।

Bula Choudhury: বুলা চৌধুরীর বাড়ি থেকে পদ্মশ্রী চুরি, হাজির হল CID
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 16, 2025 | 2:09 PM

হিন্দমোটর: বিশ্ববিখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি গিয়েছে পদ্মশ্রী-র পদক। তদন্তে এল সিআইডি দল। শুক্রবার তাঁর উত্তরপাড়ার বাড়ির দরজা খুলে দেখা যায়, চুরি গিয়েছে পদ্মশ্রী সহ একাধিক পুরস্কারের পদক। সোনার মেডালও চুরি হয়ে গিয়েছে আলমারি থেকে। কান্নায় ভেঙে পড়েন বুলা চৌধুরী।

বুলা চৌধুরী এখন ওই বাড়িতে থাকেন না, থাকেন কলকাতার বাড়িতে। মাঝে মাঝে সেখানে যান। সেই ফাঁকা বাড়ি থেকেই তাঁর সব পদক চুরি হয়ে গিয়েছে। সাঁতারুর বাড়িতে এই চুরির ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হতেই তৎপর হয় পুলিশ। উত্তরপাড়া থানার আই সি অমিতাভ সান্যাল, এসিপি আলি রাজা, ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস ঘটনার তদন্তে যান। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

পাশাপাশি শনিবার সকালে সিআইডি-র ফরেনসিক ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের একটি দল বুলা চৌধুরীর বাড়িতে যায়। তারা নমুনা সংগ্রহ করে ও ছবি তোলে।

বুলা চৌধুরীর দাদা-বৌদি জানান, বাথরুম থেকে বেসিনের যে কল সেই কল পর্যন্ত ভেঙে নিয়ে গেছে চোর। লক্ষীর ঘট পর্যন্ত ছাড়া হয়নি।

জানা গিয়েছে, আগেও তিনবার চুরি হয়েছে এই বাড়িতে। পুলিশে অভিযোগ করা হয়েছিল। পুলিশ পিকেটের ব্যবস্থাও করা হয়েছিল। কিছুদিন পুলিশ পাহারা দেওয়ার পর চলে যায়। তারপর থেকে ফাঁকাই থাকে বাড়ি। নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তোলেন বুলা চৌধুরী। তিনি বলেন, “দেশের জন্য আমি সম্মান এনেছি। সেটা রক্ষা করার দায়িত্বই নেই প্রশাসনের।”