হুগলি: রাস্তা দিয়ে তখন হেঁটে ঢুকছেন পীর আবু বক্কর সিদ্দিকির মাজারে। সেই সময়ই আচমকা থামলেন তিনি। রাস্তার পাশেই দেখলেন এক খাবার বিক্রেতাকে। সোজা চলে গেলেন তাঁর সামনে। কথা বললেন। একই সঙ্গে সেই খাবার ঢেকে বিক্রি করার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরার ইফতার অনুষ্ঠানে যোগ দেবার আগে পীর আবু বক্কর সিদ্দিকির মাজারে উপস্থিত হন। রাস্তার উপর কনভয় থামিয়ে পায়ে হেঁটেই মাজারে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। যাওয়ার পথে রাস্তার ধারেই দেখতে পান ওই খাবার বিক্রেতাকে। সোজা চলে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন রঙের মোরব্বা হালুয়া গজা বিক্রি করছিলেন প্রবীণ ওই ব্যক্তি।
মুখ্যমন্ত্রী বলেন,কী বিক্রি করছেন জানতে চান? হাসতে হাসতে মুখ্যমন্ত্রকে উত্তর দেন বিক্রেতা ইসমাইল মুফতি। মুখ্যমন্ত্রী তারপর বলেন, “ঢাকা দিয়ে বিক্রি করুন। ধুলো উড়ছে মাছি বসছে।” এরপরই মুখ্যমন্ত্রী আবু বক্কর সিদ্দিকির মাজারের দিকে যান।
মোরব্বা খেতে চেয়েছিলেন কি না প্রশ্ন করা হয় বিক্রেতাকে। তিনি একমুখ হেসে বলেন, “মোরব্বা খেতে চাননি চাইলে দিদিকে দিতাম। আমাকে বলল মাছি বসছে, চাপা দিন। আমি দীর্ঘ ১৫ বছর ধরে ব্যবসা করছি।”