Surjya Kanta Mishra: ‘দু বছরও এ সরকার টিকবে না’, সূর্যকান্তর গলায় বিজেপির সুর

CPIM: সূর্যকান্ত বলেন, "রাজভবন ভয় করে কি না জানি না। তবে কালীঘাটে উনি যেখানে আছেন সেখানে থাকতে পারলে ভাল। মানুষ একদিন কালীঘাট ঘেরাও করবে। কারণ, এত লোকের টাকা লুঠ হয়েছে।" একইসঙ্গে সূর্য মিশ্রের সংযোজন, "দু' বছর পর বিধানসভা নির্বাচন। তবে দু'বছর পর্যন্ত উনি টিকবেন না।"

Surjya Kanta Mishra: দু বছরও এ সরকার টিকবে না, সূর্যকান্তর গলায় বিজেপির সুর
মিছিলে সূর্যকান্ত মিশ্র। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

May 11, 2024 | 10:27 PM

হুগলি: এবার রাজ্য সরকার নিয়ে ভবিষ্যৎবাণী সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের। তাঁর দাবি, ২০২৬ সালের ভোটের আগেই ভেঙে যাবে তৃণমূল সরকার। শনিবার পাণ্ডুয়ায় ভোট প্রচারে গিয়েছিলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য সূর্য মিশ্র। সেখানেই তিনি বলেন, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকার ভেঙে যাবে। দু’বছর আর টিকবে না। বর্ষীয়ান বাম নেতার এ হেন মন্তব্য ঘিরে নানা মহলে আলোচনা শুরু হয়েছে।

হুগলি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ। তাঁরই সমর্থনে এদিন পাণ্ডুয়ায় তিন্না থেকে মেলাতলা পর্যন্ত মিছিল করে বাম ও কংগ্রেস। সেই মিছিলে পা মেলান সূর্যকান্ত মিশ্র। সেখানেই তাঁকে রাজভবনে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে প্রশ্ন করা হয়।

এদিন হুগলির ডানলপে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “রাজভবনে আমি আর যাব না, ভয় করে।” সেই প্রসঙ্গে সূর্যকান্ত বলেন, “রাজভবন ভয় করে কি না জানি না। তবে কালীঘাটে উনি যেখানে আছেন সেখানে থাকতে পারলে ভাল। মানুষ একদিন কালীঘাট ঘেরাও করবে। কারণ, এত লোকের টাকা লুঠ হয়েছে।” একইসঙ্গে সূর্য মিশ্রের সংযোজন, “দু’ বছর পর বিধানসভা নির্বাচন। তবে দু’বছর পর্যন্ত উনি টিকবেন না।” সাধারণত, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের মুখে এ ধরনের সরকার না টেকার কথা শোনা যায়। এবার সিপিএমের পলিটব্যুরো নেতারও গলায় সেই সুরই শোনা গেল।

যদিও তৃণমূল সূর্য মিশ্রের বক্তব্যকে আমল দিতে নারাজ। তাদের দাবি, এমনিতেই সিপিএম বলে রাজ্যে কিছু নেই। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের ভাসানোর চেষ্টা করছে। এখন আবার বিজেপিকেও ধরার চেষ্টা করছে। তাই বিজেপি নেতাদের সুর সিপিএমের বর্ষীয়ান নেতার গলাতেও।