Dankuni: ডানকুনিতে ভরসন্ধ্যায় চলল গুলি, মৃত্যু যুবকের

Dankuni: স্থানীয় বাসিন্দাদের দাবি, শ্রীরামপুর থেকে এক যুবক বাইক নিয়ে দিল্লি রোড ধরে কলকাতার দিকে যাচ্ছিল। ডানকুনির ১২ নম্বর ওয়ার্ডের গ্র্যান্ড সিটি কাছে কেউ বা কারা তাঁকে লক্ষ করে গুলি চালায়।

Dankuni: ডানকুনিতে ভরসন্ধ্যায় চলল গুলি, মৃত্যু যুবকের
নিহত যুবকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 07, 2025 | 11:20 PM

ডানকুনি: ডানকুনিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বান্টি সাউ। ডানকুনিতে দিল্লি রোডের ধারে ওই যুবককে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গোটা এলাকা  ঘিরে ফেলে পুলিশ। ডানকুনির ১২ নম্বর ওয়ার্ডের গ্র্যান্ড সিটি কাছে সাড়ে ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শ্রীরামপুর থেকে এক যুবক বাইক নিয়ে দিল্লি রোড ধরে কলকাতার দিকে যাচ্ছিল। ডানকুনির ১২ নম্বর ওয়ার্ডের গ্র্যান্ড সিটি কাছে কেউ বা কারা তাঁকে লক্ষ করে গুলি চালায়। যুবকের বুকের বাম দিকে গুলি লেগেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তবে গুলি নাকি দুর্ঘটনা পুরটাই খতিয়ে দেখছে পুলিশ।
ছবি এপে।

বান্টির বাবা রাজকুমার সাউ জানিয়েছেন, বান্টি জেসিবি চালাক ছিলেন। ডানকুনি বন্দের বিলের কাছে তাঁদের বাড়ি। বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। কারা কেন গুলি চালাল, তা বুঝতে পারছেন না তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ। ঘটনাস্থলে চন্দননগর পুলিশের আধিকারিকরা।