Dankuni: স্ত্রী’র প্রেম, ভাইরাভাইয়ের ‘থ্রেট’! ডানকুনি-কাণ্ডে অঙ্ক মেলানোর চেষ্টা করছে পুলিশ

Sanath Majhi | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 08, 2025 | 1:42 PM

Hooghly: যাঁকে পুলিশ আটক করেছে, তিনি নিহত বান্টি সাউ-এর ভায়রাভাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বান্টির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন তাঁর স্ত্রী।

Dankuni: স্ত্রীর প্রেম, ভাইরাভাইয়ের থ্রেট! ডানকুনি-কাণ্ডে অঙ্ক মেলানোর চেষ্টা করছে পুলিশ

Follow Us

ডানকুনি: বাইক চালিয়ে যাচ্ছিলেন যুবক, অপর বাইক থেকে একেবারে বুক লক্ষ্য করে চালানো হয় গুলি। ফিল্মি কায়দায় খুনের ঘটনা ঘটেছে হুগলির ডানকুনিতে, দিল্লি রোডের ওপর। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। এই ঘটনায় মুখ খুলতে চাইছে না পুলিশ। প্রকাশ্যে এভাবে শুটআউটের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। ইতিমধ্য়েই এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, একটি কারখানায় জেসিবি চালানোর কাজ করতেন বান্টি সাউ নামে ওই যুবক। শুক্রবার সন্ধ্যায় কারখানা থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে আচমকাই দুই বাইক আরোহী চলে আসেন। তাঁদের মধ্যে একজনই বান্টিকে লক্ষ্যে করে গুলি চালান বলে অভিযোগ।

স্থানীয় জানা গিয়েছে দীর্ঘদিন ধরে বান্টি ও তাঁর স্ত্রী’র মধ্যে বিবাদ চলছিল। বিচ্ছেদের মামলাও পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। এদিকে, যাঁকে পুলিশ আটক করেছে, তিনি নিহত বান্টি সাউ-এর ভায়রাভাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বান্টির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন তাঁর স্ত্রী।

বছর চারেক আগে বিয়ে হয় বান্টির। দু’বছর ধরে তাঁদের মধ্যে অশান্তি চলছিল, বনিবনা হচ্ছিল না বলে জানাচ্ছেন আত্মীয়রা। বান্টির বাবা রাজকুমার সাউয়ের অভিযোগ, বান্টির স্ত্রীর সঙ্গে অন্য যুবকের সম্পর্ক তৈরি হয়েছিল, সেই কারণেই শুরু হয়েছিল অশান্তি। তাই বিবাহ বিচ্ছেদ চাইছিলেন বান্টি। তারই মধ্যে পিন্টু নামে ওই যুবক বান্টিকে মেরে ফেলার হমকি দিয়েছিল পিন্টু। আর শুক্রবার সন্ধ্যায় চলল গুলি।