আরামবাগ: উচ্চমাধ্যমিকে (West Bengal HS Result 2023) মেধাতালিকায় সব জেলার থেকে এগিয়ে হুগলি। ৮৭ জনের মেধা তালিকায় চোখ ধাঁধানো ফলাফল করে সকলকে চমকে দিয়েছেন ১৮ পড়ুয়া। এই তালিকাতে রয়েছেন গোঘাটের (Goghat) কোকান্দ হাই স্কুলের ছাত্রী আত্রেয়ী সাহানা। ৪৮৯ নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে সাহানা। এই এলাকার বদনগঞ্জ হাইস্কুলের ছাত্র সুজিত পালের প্রাপ্ত নম্বর ৪৮৮। রয়েছেন নবম স্থানে। দুই পড়ুয়াই উজ্জ্বল করেছেন আরামবাগ মহকুমার নাম। আত্রেয়ী ইংরাজিতে অনার্স করে সিভিল সার্ভিস পাশ করতে চায়। অন্যদিকে ইঞ্জিনিয়র হতে চায় সুজিত।
পরিবারের আর্থিক অবস্থা একদমই ভাল নয় সুজিতদের। বাবা দিনমজুরের কাজ করেন। এদিকে দুই গ্রামের দুই স্কুলের এই কৃতী পড়ুয়াদের সাফল্যে গর্বিত এলাকার মানুষেরাও। সুজিতের সাফল্যে খুশি বদনগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক নির্মলেন্দু সিংহ। তিনি বলছেন, “সুজিত অত্যন্ত মেধাবী ছাত্র। ওর বাবা তো দিনমজুরের কাজ করে। পারিবারিক অবস্থা একেবারেই স্বচ্ছল নয়। সেই জায়গা থেকে ওর এই ফলাফল সত্যিই গর্বের। ওর প্রবল ধৈর্য ও একাগ্রতা আজ এই জায়গায় নিয়ে গিয়েছে। আমরা ওর উন্নতি কামনা করছি।”
সুজিত বলছে, “মাধ্যমিকে ষষ্ঠ স্থানে ছিলাম। উচ্চমাধ্যমিকে এই রেজাল্ট দেখে খুবই ভাল লাগছে। আমার বাবা দোকানে দিনমজুরের কাজ করে। মা গৃহবধূ। দিনে সাত থেকে ৮ ঘণ্টা পড়াশোনা করেছি। আমার এই রেজাল্ট দেখে বাড়ির লোকেরাও খুবই খুশি। পড়াশোনার জন্য স্কুলের শিক্ষকদের পাশাপাশি মা-বাবাও অনেক সাহায্য করেছেন। আগামীতে আমি চাই ইঞ্জিনিয়রিং নিয়ে পড়াশোনা করতে।”