Leonel Messi: শুধু দেখা পাওয়াই নয়, কীভাবে সেদিন যুবভারতীতে মেসির সইও জোগাড় করেছিলেন তারকেশ্বরের দেবব্রত?

কিন্তু এর কিছুক্ষণ পরই সব উলট-পালট। যা নিয়ে এর রাজ্য এবং দেশ তোলপাড়। যদিও, দেবব্রতর দাবি সামনে থেকে ফুটবলের ভগবানকে দেখতে পেয়ে জীবন তার ধন্য। দেবব্রত গত ১৩ বছর ধরে রেফারি করেন। প্রথমে CRA বর্তমানে জাতীয় স্তরের রেফারি দেবব্রত।

Leonel Messi: শুধু দেখা পাওয়াই নয়, কীভাবে সেদিন যুবভারতীতে মেসির সইও জোগাড় করেছিলেন তারকেশ্বরের দেবব্রত?
দেবব্রত নস্করImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 15, 2025 | 2:04 PM

তারকেশ্বর: এত-এত টাকা দিয়ে টিকিট কাটার পরও দেখতে পাননি মেসিকে। ক্ষোভ উগরে দিয়েছেন সেখানে আসা দর্শকরা। বেশির ভাগের মুখে খালি একটাই কথা, মেসিকে দেখতে পাননি। তবে তারকেশ্বরের দেবব্রত নস্করের কপাল খুলে গিয়েছিল সেইদিন। কারণ, সামনে থেকে ভগবান দর্শন করেছিলেন তিনি। নিজের বলে সংগ্রহ করেছেন মেসি ও ডি পলের সই।

গত ১৩ তারিখ যুবভারতী প্রাঙ্গনে মেসি প্রবেশ করার আগে মোহনবাগান-ডায়মন্ডহারবারের প্রীতি ম্যাচের রেফারি ছিলেন দেবব্রত। ম্যাচ শেষে হওয়ার পরই মাঠে ঢোকেন মেসি। প্রীতি ম্যাচের খেলোয়ারদের সঙ্গে করমর্দন সঙ্গে রেফারিদের সঙ্গেও করমর্দন করেন মেসি,ডি পল। সেই সময় মেসি ও ডি পলের সঙ্গে করমর্দনের পাশাপাশি দুই মহান ফুটবল খেলোয়াড়ের সই সংগ্রহ করেছিলেন দেবব্রত।

কিন্তু এর কিছুক্ষণ পরই সব উলট-পালট। যা নিয়ে এর রাজ্য এবং দেশ তোলপাড়। যদিও, দেবব্রতর দাবি সামনে থেকে ফুটবলের ভগবানকে দেখতে পেয়ে জীবন তার ধন্য। দেবব্রত গত ১৩ বছর ধরে রেফারি করেন। প্রথমে CRA বর্তমানে জাতীয় স্তরের রেফারি দেবব্রত। সন্তোষ ট্রফি, বিসি রয় ট্রফি, সি এফ এল এর একাধীক ম্যাচ খেলেছেন। তিনি এরাজ্যে ছাড়াও দেশের একাধিক রাজ্যে বড় বড় ফুটবল টুর্নামেন্টে রেফারি হিসাবে নিযুক্ত থাকেন তিনি। গত বারো বছর ধরে এখনো পযন্ত একশোর বেশি বড় বড় ম্যাচে রেফারিং করেছেন দেবব্রত নস্কর। তবে সেদিনের পরিস্থিতির জন্য করা দায়ী তা নিয়ে মুখ খুলতে চাননি দেবব্রত। তিনি বলেন, “আমি হল্যান্ডশেক করেছি। কথা বিশেষ কিছু হয়নি। উনি তো ভগবান।”