Hooghly: খালি গায়ে পুকুর পাড়ে অভিযুক্ত, সামনে থেকেও ধরতে পারছে না পুলিশ, কারণ জানতে ভিড় জনতার

Ashique Insan | Edited By: সঞ্জয় পাইকার

Dec 31, 2024 | 10:19 PM

Hooghly: উত্তরপাড়া থানার কোন্নগর ফাঁড়ির পুলিশ এদিন বিকালে জোড়াপুকুর এলাকায় তিনু মণ্ডল নামে ওই যুবককে ধরতে যায়। তিনুর বিরুদ্ধে অভিযোগ, নেশা করে এলাকাবাসীকে নানাভাবে উত্ত্যক্ত করেন। গালাগাল দেন। মারধোর করতে যান।

Hooghly: খালি গায়ে পুকুর পাড়ে অভিযুক্ত, সামনে থেকেও ধরতে পারছে না পুলিশ, কারণ জানতে ভিড় জনতার
'ধরা দেব না', পুলিশকে বলেন অভিযুক্ত যুবক

Follow Us

কোন্নগর: পুকুর পাড়ে দাঁড়িয়ে অভিযুক্ত। খালি গায়ে। তাঁর থেকে কয়েক হাত দূরেই দাঁড়িয়ে এক পুলিশ অফিসার। কিন্তু, অভিযুক্তকে ধরার বদলে তাঁকে বোঝাচ্ছেন। অভিযুক্তও মাথা নেড়ে নিজের কথা বলে চলেছেন। এমন দৃশ্য দেখে ভিড় জমেছে পুকুর পাড়ে। কী হল? কেন পুলিশ অভিযুক্তকে ধরছে না? শুরু হল ফিসফাস। শেষমেশ আসল কারণ জানা গেল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরের জোড়া পুকুর এলাকায়।

উত্তরপাড়া থানার কোন্নগর ফাঁড়ির পুলিশ এদিন বিকালে জোড়াপুকুর এলাকায় তিনু মণ্ডল নামে ওই যুবককে ধরতে যায়। তিনুর বিরুদ্ধে অভিযোগ, নেশা করে এলাকাবাসীকে নানাভাবে উত্ত্যক্ত করেন। গালাগাল দেন। মারধোর করতে যান।

অভিযোগ পেয়ে পুলিশ তাঁকে ধরতে যায়। ধরে তাঁকে গাড়িতে তোলার চেষ্টা করে। গাড়িতে তোলার সময় পালিয়ে যান তিনু। পুকুর পাড়ে চলে যান। আর পুকুর পাড়ে দাঁড়িয়ে পুলিশকে বলতে থাকেন, “আমি ধরা দেব না। কাছে আসবেন না স্যার। জলে ঝাঁপ দিয়ে মরে যাব। গুলি করুন, কিন্তু ধরা দেব না।” এক পুলিশ কর্মীকে উদ্দেশ্য করে বলেন, দশজন মিলে ধরে নিয়ে গিয়েছিলেন। সেই অভিজ্ঞতা তাঁর ভাল নয়। তাই পুলিশে ধরা দিতে চান না।

এই খবরটিও পড়ুন

স্থানীয় বাসিন্দা শ্যামল চক্রবর্তী বলেন, “বাবাকে মারধরের অভিযোগে জেলও খাটেন তিনু। কিছুদিন আগে ছাড়া পান। নার্ভের রোগ আছে। এদিন বিকালে পুলিশ তাঁকে ধরতে আসে। প্রথমে ধরে গাড়িতে তোলার সময় পুলিশের হাত ছাড়িয়ে পালান। পুলিশ তাড়া করলে পুকুর পাড়ে দাঁড়িয়ে নাটক শুরু করেন।”

সন্ধ্যা গড়িয়ে যায়। পুলিশ তাঁকে বুঝিয়ে ধরতে পারে না। অনেকক্ষণ অপেক্ষা করে শেষে হাল ছেড়ে দেয়। খালি হাতে ফিরে যায় পুলিশ।

 

Next Article