Dog’s Bite: ৩ বছরের শিশুর খুবলেছে মুখ, এই এলাকায় পাগলা কুকুর কামড়াচ্ছে সবাইকে

Dhupguri: জানা গিয়েছে, গত দু'দিন থেকে একটি পাগলা কুকুর একাধিক মানুষকে কামড়েছে। তখনই বছর তিনের ইয়াসমিন পারভিনকে আক্রমণ করে সে। কার্যত শিশুর মুখ খুবলে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিশুকে রেফার করা হয়েছে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

Dogs Bite: ৩ বছরের শিশুর খুবলেছে মুখ, এই এলাকায় পাগলা কুকুর কামড়াচ্ছে সবাইকে
প্রতীকী ছবিImage Credit source: Pixabay

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 22, 2023 | 1:37 PM

ধূপগুড়ি: একসঙ্গে প্রায় বারো জন। পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত একের এক ব্যক্তি। গুরুতর আহত এক শিশু। তার মুখটি খুবলে খেল শিশুর মুখ। খবর পেয়ে ঘটনাস্থলে আহত শিশুকে দেখতে গেলেন ধূপগুড়ি বিডিও সহ পঞ্চায়েত সমিতির সভাপতি।

জানা গিয়েছে, গত দু’দিন থেকে একটি পাগলা কুকুর একাধিক মানুষকে কামড়েছে। তখনই বছর তিনের ইয়াসমিন পারভিনকে আক্রমণ করে সে। কার্যত শিশুর মুখ খুবলে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিশুকে রেফার করা হয়েছে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এই ঘটনার খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি ব্লকের বিডিও জয়ন্ত রায় ঘটনাস্থলে যান। এবং আহত শিশুর পরিবারের সাথে কথা বলে চিকিৎসার সমস্ত ব্যবস্থার আশা দেন।

এলাকার উপপ্রধান আবু তাহের বলেন, “একটা পাগলা কুকুর হঠাৎ করে গ্রামে ঢুকে গিয়েছে। প্রায় দশ বারোজনকে কামড়েছে। পশুকেও কামড়েছে। একটা বাচ্চা মেয়েকেও কামড়ে দিয়েছে। এখন কুকুর নেই। কোথায় আছে বলতে পারব না।”