e Online Fraud: ‘দাদা পেমেন্ট করে দিয়েছি’, স্ক্রিনশট দেখিয়ে দোকান থেকে বেরোতে গিয়েও পুলিশের হাতে ধরা পড়ে গেল যুবক - Bengali News | Fraud using UPI payments, young man from another state was caught red handed in Dankuni | TV9 Bangla News
AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Online Fraud: ‘দাদা পেমেন্ট করে দিয়েছি’, স্ক্রিনশট দেখিয়ে দোকান থেকে বেরোতে গিয়েও পুলিশের হাতে ধরা পড়ে গেল যুবক

Online Fraud in Dankuni: স্থানীয় সূত্রে খবর, এদিন ডানকুনির একটি দোকান থেকে বেশ কিছু সামগ্রী কেনেন ওই যুবক। দোকানদার পেমেন্ট করতে বললে তিনি দাবি করেন তিনি ইতিমধ্য়েই পেমেন্ট করে দিয়েছেন। প্রমাণ হিসাবে মোবাইলে একটি 'পেমেন্ট সাকসেসফুল' হওয়ার স্ক্রিনশটও দেখান। কিন্তু দোকানদারের অ্যাকাউন্টে কোনও টাকা ঢোকেনি।

Online Fraud: ‘দাদা পেমেন্ট করে দিয়েছি’, স্ক্রিনশট দেখিয়ে দোকান থেকে বেরোতে গিয়েও পুলিশের হাতে ধরা পড়ে গেল যুবক
শোরগোল এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jan 31, 2026 | 5:59 PM
Share

ডানকুনি: গতমিয় জীবনে ইন্টারনেটের ব্যবহার যত বাড়ছে ততই ডিজিটাল লেনদেনের ব্যবহারও বেড়ে চলেছে। অন্যদিকে প্রতারকের দলও বেড় করছে প্রতারণার নিত্যনতুন ছক। এবার ইউপিআই পেমেন্টের নামে প্রতারণার অভিযোগে শোরগোল ডানকুনিতে। কেনাকাটা করে অনলাইনে টাকা মেটানোর নাম করে ভুয়ো বা ফেক স্ক্রিনশট দেখিয়ে ধরা পড়ল ভিনরাজ্যের যুবক। ধৃত যুবকের বাড়ি উত্তরপ্রদেশের কানপুরে বলে জানা গিয়েছে। 

স্থানীয় সূত্রে খবর, এদিন ডানকুনির একটি দোকান থেকে বেশ কিছু সামগ্রী কেনেন ওই যুবক। দোকানদার পেমেন্ট করতে বললে তিনি দাবি করেন তিনি ইতিমধ্য়েই পেমেন্ট করে দিয়েছেন। প্রমাণ হিসাবে মোবাইলে একটি ‘পেমেন্ট সাকসেসফুল’ হওয়ার স্ক্রিনশটও দেখান। কিন্তু দোকানদারের অ্যাকাউন্টে কোনও টাকা ঢোকেনি। তিনি বারবার ব্যালেন্স চেক করলেও আপডেটেড ব্যালেন্স দেখা যায়নি। তখন ওই যুবকের মোবাইলটি নিয়ে পরীক্ষা করতেই বেরিয়ে আসে আসল সত্য। দেখা যায়, আদতে কোনও টাকাই পেমেন্ট করা হয়নি, পুরোটাই ছিল কারসাজি। যুবকের মোবাইলের গ্যালারি ঘাঁটতেই স্থানীয়রা দেখেন, শুধু ওই দোকান নয়, আরও একাধিক দোকানদারকে একইভাবে ঠকানোর অজস্র ভুয়ো স্ক্রিনশট সেভ করা রয়েছে।

খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। এলাকার বাসিন্দারাই ওই যুবককে আটকে রেখে ডানকুনি থানায় খবর দেন। শেষে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। চলছে জিজ্ঞাসাবাদ। ধৃত একাই এই কাজ করছিল নাকি তার সঙ্গে বড় কোনও চক্রের যোগ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। একইসঙ্গে এলাকার ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলছে পুলিশ।