Furfura Sharif: যদি কিছু ঘটে! নিজে দাঁড়িয়ে রক্ষাকালী মন্দির পাহারা দিলেন কাশেম সিদ্দিকী

Furfura Sharif: কাশেম সিদ্দিকীর দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সব অশান্তির ঘটনা ঘটেছে, সেখানে কিছু কুচক্রী মাথায় টুপি পরে মন্দির মসজিদ লক্ষ্য করে ঢিল ছুড়েছে।

Furfura Sharif: যদি কিছু ঘটে! নিজে দাঁড়িয়ে রক্ষাকালী মন্দির পাহারা দিলেন কাশেম সিদ্দিকী
মন্দিরের সামনে কাশেম সিদ্দিকীImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 19, 2025 | 6:42 AM

ফুরফুরা শরিফ: ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে সম্প্রতি রীতিমতো তাণ্ডব চলেছে মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকায়। এখনও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। আদালতের নির্দেশে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এনআইএ তদন্তের দাবিও উঠেছে। এই পরিস্থিতির মধ্যে মন্দির পাহারা দিতে দেখা গেল ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকীকে।

হুগলির ফুরফুর শরিফে শুক্রবার পীরজাদাদের প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। উজল পুকুর মোড় এলাকায় পীরজাদাদের তরফ থেকে সেই সভা করা হয়। ওই এলাকার পাশেই রয়েছে একটি মন্দির। সেখানেই পাহারা দিতে দেখা গেল কাশেম সিদ্দিকীকে।

একের পর এক পীরজাদা যখন মঞ্চে বক্তব্য রাখছেন, তখন সভাস্থল থেকে মাত্র ৫০ থেকে ৭৫ মিটার দূরে ওই কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে পাহারা দিতে দেখা গেল তাঁকে।

কাশেম সিদ্দিকীর দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সব অশান্তির ঘটনা ঘটেছে, সেখানে কিছু কুচক্রী মাথায় টুপি পরে মন্দির মসজিদ লক্ষ্য করে ঢিল ছুড়েছে। পুলিশ উপস্থিত থাকলেও কাশেম সিদ্দিকীর দাবি, দুষ্কৃতীরা সব জায়গাতেই রয়েছে। যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্যই মন্দিরের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি।

তিনি বলেন, “ফুরফুরায় কখনও এই ধরণের ঘটনা ঘটেনি। এখানে হিন্দু ভাইরা আমাদের বাড়িতে গিয়ে ইদ পালন করে। বিপদে-আপদে আমরা একে অপরের পাশে দাঁড়াই।” সভা শেষ না হওয়া পর্যন্ত মন্দিরের সামনেই ছিলেন তিনি।

সভায় উপস্থিত হয়ে পীরজাদা সাফেরি সিদ্দিকী জানিয়েছেন, আগামী ২৬ এপ্রিল বিগ্রেডে প্রতিবাদ সভা রয়েছে, সে জন্যই ফুরফুরায় এই সভা আয়োজন করা হয়। আগামিদিনে কী কী কর্মসূচি গ্রহণ করা হবে, তার রূপরেখাও ঠিক করা হয় শুক্রবার।