শ্রীরামপুর: ফুড প্যাকেজিং কারখানায় (food packaging factories) অগ্নিনির্বাপক যন্ত্র থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস লিক করে বিপত্তি। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছেল শ্রীরামপুরের (Srirampur) পিয়ারাপুর এলাকায়। পিয়ারাপুরে দিল্লীরোডের ধারে ফুড প্যাকেজিং কারখানায় বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। সূত্রের খবর, এদিন টিফিনের সময় যখন কারখানার শ্রমিকরা খাওয়ার জন্য একজায়গায় হয়েছিলেন তখনই ঘটে বিপত্তি। ওই সময় এক কর্মী ওই জায়গা দিয়ে একটি অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে যাচ্ছিলেন। নিয়ে যাওয়ার সময় কোনওভাবে সেটি খুলে যায়। তারপরই দ্রুত গোটা চত্বরে ভরে যায় কার্বন-ডাই-অক্সাইডে। অসুস্থ হয়ে পড়েন অনেকে। তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
এই ঘটনার পর তড়িঘড়ি ২১ জনকে শ্রীরামপুর ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। তবে শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে মোট অসুস্থের সংখ্যা ৩০ জন। এদিকে খবর পেয়ে অসুস্থদের দেখতে হাসপাতালে আসেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন ও ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র। ঘটনা প্রসঙ্গে অসীমা পাত্র বলেন, যাঁরা অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন তাঁদের অনেকেই ছুটি পেয়ে গিয়েছেন। বাকি যাঁরা ভর্তি আছেন তাঁদের অনেকেই এখন ভাল আছেন। ফ্যাক্টারিতে তো অনেক ছেলে-মেয়ারই কাজ করেন। তাই আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তা আমরা দেখব।
ঘটনা পর অসুস্থদের হাসপাতালে নিয়ে এসেছিলেন জনৈক দেবনীতা চক্রবর্তী। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “যাঁর হাত লেগে এটা ঘটেছিল তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন। কিন্তু, কয়েকজন একটু বেশি অসুস্থ হয়ে গিয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে। অনেকের আতঙ্কের কারণেই অসুস্থ হয়ে পড়েন।”