Goghat: গরুর হাটে গিয়ে আসগর-মফিজুলদের যা অবস্থা হল! চক্ষু ছানাবড়া আশপাশের লোকের

Goghat: জানা গিয়েছে, পশ্চিমের ঘোড়াদহ এলাকায় গরুর হাটে যাচ্ছিলেন আসগর ও মফিজুল। অভিযোগ, সেই সময় তাঁদের পথ আটকায় বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী। তাঁদের মুখে বাঁধা ছিল কাপড়। গাড়ি আটকেই তাদের নামিয়ে যা,আছে দিয়ে দিতে বলা হয়।

Goghat: গরুর হাটে গিয়ে আসগর-মফিজুলদের যা অবস্থা হল! চক্ষু ছানাবড়া আশপাশের লোকের
গরুর হাট থেকে ছিনতাই টাকা Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 11, 2023 | 1:00 PM

গোহাট: হাটে গরু কিনতে যাওয়ার পথে গন্ডগোল। দুই ব্যক্তির পকেটে ছিল মোটা টাকা। কালো কাপড়ে মুখ ঢেকে এসে সেই টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। টাকা দিতে অস্বীকার করায় বেড়ধক মারধর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে আরামবাগ গোঘাটের বেলডিহা গ্রামের পশ্চিমের ঘোড়াদহ এলাকায়। আহত দুই ব্যক্তির নাম শেখ আসগর আলি ও শেখ মফিজুল আলি। এদের মধ্যের আসগর আলির অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতায় চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, পশ্চিমের ঘোড়াদহ এলাকায় গরুর হাটে যাচ্ছিলেন আসগর ও মফিজুল। অভিযোগ, সেই সময় তাঁদের পথ আটকায় বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী। তাঁদের মুখে বাঁধা ছিল কাপড়। গাড়ি আটকেই তাদের নামিয়ে যা,আছে দিয়ে দিতে বলা হয়।

ওই দুই ব্যক্তির কাছে তিন লক্ষ সত্তর হাজার টাকা ছিল। তা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। সেই সময় দুষ্কৃতীদের বাধা দেয় দুজন। তখনই তাঁদের বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সর্বস্ব লুঠ করে রক্তাক্ত অবস্থায় পালিয়ে যায় অভিযুক্তরা। সকাল হতেই স্থানীয় মানুষজন তাঁদের দেখতে পান ও থানা এবং বাড়িতে খবর দেন। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনার বিষয়ে গোঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ।