Hoogli: ভুল ইনজেকশনে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে তুলকালাম ইএসআই হাসপাতালে

Nov 06, 2021 | 7:28 AM

Gourhati: বসন্তকুমার ডাকুয়ার পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

Hoogli: ভুল ইনজেকশনে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে তুলকালাম ইএসআই হাসপাতালে
ভুল ইনজেকশনে রোগী মৃত্যুর অভিযোগ ইএসআই হাসপাতালে। নিজস্ব চিত্র।

Follow Us

হুগলি: ভুল ইনজেকশনের কারণে রোগীর মৃত্যুর অভিযোগ ঘিরে তুলকালাম বাধল গৌরহাটির ইএসআই হাসপাতালে (Gourhati ESI Hospital)। সুপারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ভদ্রেশ্বরের এ্যাঙ্গাস খাঁ পুকুরের বাসিন্দা বছর ৩৯-এর বসন্তকুমার ডাকুয়া এ্যাঙ্গাস জুটমিলের শ্রমিক ছিলেন। বসন্তের স্ত্রী মমিন ডাকুয়া জানান, গত মঙ্গলবার সকালে কারখানায় কাজ করার সময় মাথা ঘুরে পরে যান তাঁর স্বামী বসন্তকুমার।

তাঁকে নিয়ে যাওয়া হয় গৌরহাটি ইএসআই হাসপাতালে। সেখানে ভর্তি করে স্যালাইন দেওয়া হয়। মমিন ডাকুয়া জানান, স্বামীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছোটেন তিনি। গিয়ে দেখেন বসন্তকুমারের স্যালাইন চলছে। পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল বলে জানান স্বামী। মমিনের অভিযোগ, বৃহস্পতিবার রাতে স্বামীকে একটি ইনজেকশন দেওয়া হয়। এরপরই শুক্রবার ভোরে তাঁর স্বামীর মৃত্যু হয়।

বসন্তকুমার ডাকুয়ার পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মৃত্যুর খবর পেয়ে তাঁর পরিবার ও প্রতিবেশিরা হাসপাতালে জড়ো হন। শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। হাসপাতাল সুপার অভ্রজিৎ মুখোপাধ্যায়কে ঘিরেও বিক্ষোভ দেখান তাঁরা।

পরে চন্দননগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। মৃত শ্রমিকের পরিবার পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছে। ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছে তারা। যদিও হাসপাতাল সুপার জানিয়েছেন, দেহ ময়না তদন্তের পর জানা যাবে ঠিক কী কারণে এই মৃত্যু হল। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায়।

হাসপাতাল সুপার অভ্রজিৎ মুখোপাধ্যায় বলেন, “এটা ভুল চিকিৎসার জন্য ঘটেছে কি না তা দেখতে গেলে আমাদের পোস্ট মর্টেম করতে হবে। অভিযোগ করা হচ্ছে, ভুল চিকিৎসা! কোথায় ভুল হয়েছিল তাও তো দেখা দরকার।”

প্রায়শই ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ ওঠে বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে। মাস দেড় দুই আগে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বেশ কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে। সেই সময়ও একই অভিযোগ তুলে সরব হয়েছিল পরিবার। শিশু বিভাগে তুমুল উত্তেজনা ছড়ায় এই অভিযোগকে কেন্দ্র করে। দুর্গাপুরের নিউটাউনশিপ থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়।

অন্যদিকে মাস দু’য়েক আগে উত্তরবঙ্গের ধূপগুড়িতেও ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে তিন বছরের শিশুকে সিরাপের বদলে বয়স্ক রোগীর ইনজেকশন দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই নিয়েও হাসপাতালে গোলমাল বাধে। চিকিৎসকদের অসচেতনতার কারণে এমন ঘটনা বলে অভিযোগ তোলে পরিবার।

এবার ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠল হুগলির গৌরহাটি ইএসআই হাসপাতালে।

আরও পড়ুন: Road Accident: ফের কলকাতায় পথদুর্ঘটনা! কাকভোরে চিংড়িঘাটায় উল্টে গেল গাড়ি

আরও পড়ুন: COVID-19: ‘করোনার বাড়াবাড়ন্তে মদত জোগাতে পারে বায়ুদূষণ’, আসন্ন বিপদ নিয়ে কী বললেন এইমস প্রধান?

Next Article