বড়তলা ধর্ষণ-কাণ্ডে ফাঁসির সাজায় খুশি গুড়াপের নির্যাতিতার পরিবার

Sanath Majhi | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 18, 2025 | 9:05 PM

Gurap: নির্যাতিতা শিশুর মা বাবা কলকাতার ঘটনায় মৃত্যুদন্ডের সাজায় খুশি। গুড়াপের নির্যাতিতার পরিবারের মা-বাবা বলেন, "মত শুধু সাজা শোনালেই হবে না, সেই রায় যাতে দ্রুত কার্যকর হয় তা দেখতে হবে। মৃত্যুদন্ডের সাজা পরিণতি পেতে অনেক সময় লাগে। কিন্তু বিরল ঘটনার ক্ষেত্রে যেমন মৃত্যুদন্ডের সাজা দেওয়া হয়। সেই মৃত্যুদণ্ড কার্যকর হলে যারা অপরাধী ভয় পাবে।"

বড়তলা ধর্ষণ-কাণ্ডে ফাঁসির সাজায় খুশি গুড়াপের নির্যাতিতার পরিবার
পাঁচ বছরের শিশুর মা-বাবা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

হুগলি: কলকাতার সাত মাসের শিশুকে ধর্ষনে অভিযুক্তকে ফাঁসির সাজা ঘোষনা ব্যাঙ্কশাল কোর্টের। খুশি গুড়াপের নির্যাতিত শিশুর মা-বাবা। সাজা দ্রুত কার্যকর হোক চান তারা।
হুগলির গুড়াপের পাঁচ বছরের শিশুকে ধর্ষন ও খুনের ঘটনাতেও অভিযুক্ত প্রৌঢ়কে ৫৪ দিনের মাথায় গত ১৭ জানুয়ারী মৃত্যুদন্ডের সাজা ও দশ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেয় চুঁচুড়ার পকসো আদালত।

নির্যাতিতা শিশুর মা বাবা কলকাতার ঘটনায় মৃত্যুদন্ডের সাজায় খুশি। গুড়াপের নির্যাতিতার পরিবারের মা-বাবা বলেন, “মত শুধু সাজা শোনালেই হবে না, সেই রায় যাতে দ্রুত কার্যকর হয় তা দেখতে হবে। মৃত্যুদন্ডের সাজা পরিণতি পেতে অনেক সময় লাগে। কিন্তু বিরল ঘটনার ক্ষেত্রে যেমন মৃত্যুদন্ডের সাজা দেওয়া হয়। সেই মৃত্যুদণ্ড কার্যকর হলে যারা অপরাধী ভয় পাবে। যে ভাবে শিশু নির্যাতন ধর্ষনের মত ঘটনা ঘটছে তা ভয়ের। তবে সঠিক সাজা হলে অপরাধীরাও ভয়ে থাকবে।”

প্রসঙ্গত, গত বছর ২৪ নভেম্বর গুড়াপ থানা এলাকার পাঁচ বছরের এক শিশুকে চকোলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে খুন ও ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী পৌঢ় অশোক সিং-এর বিরুদ্ধে। মেয়ে মাংসা খেতে চেয়েছিল বলে বাবা গিয়েছিলেন মাংস আনতে। তারপর বাড়িতে এসে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করেন তাঁরা। পরবর্তীতে প্রতিবেশীর ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় বাচ্চাটি। এই ঘটনার ৫৪ দিনের মাথায় ফাঁসির সাজা শোনায় চুঁচুড়া আদালত।

Next Article