
হালিশহর: ‘চোর চোর চোর’ স্লোগান তুলে এগিয়ে যাচ্ছে বিজেপির মিছিল। আর সেই মিছিলেই এবার ঢুকে পড়ল এক পকেটমার। বিজেপির এক নেতার পকেট কাটায় সন্দেহ ভাজন এক যুবককে ধরে উত্তমমধ্যম দিলো বিজেপি কর্মীরা। সন্দেহভাজনের দাবি, তিনি বিজেপি সমর্থক। প্রতিবাদ মিছিলে এসেছিলেন। তবে পকেটমার সন্দেহে মারধোর দেওয়ায় কোনও ভাবে ছুটে পালান।
বিজেপি হুগলি সাংগঠনিক জেলার ডাকে ডিএম অফিস অভিযান চলছিল। মিছিল ঘড়ির মোড়ে আসতেই হইহই রব। ‘চোর চোর’ স্লোগানের মাঝে হঠাৎ ‘পকেট মার ধরা পড়েছে’ আওয়াজ উঠতেই দেখা গেল এক যুবককে ধরে চলছে মারধর।
পরবর্তীতে কী ব্যাপার ঘটেছে? ওই যুবককে জিজ্ঞাসা করলে তিনি জানান যে, সে বিজেপি সমর্থক। নাম বিনয় মিশ্র। উত্তর ২৪ পরগনার হালিশহর থেকে এসেছে। পকেট মারেননি বলে দাবি করেন ওই যুবক। যদিও, বিজেপি নেতা সোমনাথ মৈত্র বলেন, “ভিড়ের মধ্যে পকেটমার ঢুকে পড়ে। আমার পকেট কেটেছিল। যদিও মানি ব্যাগ নিতে পারেনি।” ওই যুবক বিজেপি সমর্থক। এই দাবিকে নস্যাৎ করে বিজেপি নেতা বলেন, “বিজেপি কখনো পকেট মারে না। পুলিশের সামনেই এই পকেটমার ঘুরছে।”