
উত্তরপাড়া: হিন্দমোটর স্টেশনের পাশের টিকিট কাউন্টারে দাঁড়িয়ে ছিলেন মহিলা। সম্ভবত টিকিট কাটছিলেন তিনি। সেই সময় উঠল বিস্ফোরক অভিযোগ। টিকিট কাউন্টারে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্তকে ঝাঁটা দিয়ে মেরে, পরানো হল জুতোর মালা। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক হিন্দমোটর স্টেশনের পূর্ব প্রান্তের টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থাকা মহিলাকে শ্লীলতাহানি করেছিলেন বলে অভিযোগ। এরপরই অভিযুক্তকে হাতে নাতে ধরে মারধর করা হয়। ঝাঁটাপেটা করে মুখে গোবর লেপে দেওয়া হয়। পরবর্তীতে জুতোর মালা পরিয়ে হাত বেঁধে রাখা হয়।খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ তাকে উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে এখনো অভিযোগ দায়ের হয়নি।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। অতীতে কখনই ঘটেনি। বাজারের লোকজন ছেলেটাকে ধরে ফেলে। তারপর প্রশাসন আসে। ছেলেটাকে ধরে নিয়ে যায়। এই ঘটনা না ঘটুক তাই চাইব।” আরও এক মহিলা বলেন, “আমাদের এখানে তো কখনও এমন ঘটনা ঘটেনি। এখন তো ভয় লাগছে বাড়ি থেকে বেরতে। এইভাবে চলতে থাকলে মেয়েরা কোন সাহসে ঘরের বাইরে যাবে বলুন তো।”