Hooghly: ৬০০ বস্তা চাল, ৫০ বস্তা আটা, মশাটের গোডাউন থেকে উদ্ধার রেশন

Hooghly: চণ্ডীতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, রেশনের চাল, আটা, ময়দা মজুত করে রাখা হয়েছে মশাটের একটি গোডাউনে এবং সেগুলি একটি ট্রাকে করে বেআইনিভাবে পাচার করা হবে বলে খবর পায় পুলিশ।

Hooghly: ৬০০ বস্তা চাল, ৫০ বস্তা আটা, মশাটের গোডাউন থেকে উদ্ধার রেশন
রেশন দ্রব্য উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 18, 2025 | 8:47 PM

হুগলি: চণ্ডীতলার মশাটের একটি গোডাউনে অভিযান চালিয়ে ৬০০ বস্তা রেশনের চাল, ৫০ বস্তা আটা এবং ১০০ বস্তা ময়দা উদ্ধার করে পুলিশ পাশাপাশি একটি ভিন রাজ্যের ট্রাক-সহ তিন জনকে আটক করে চণ্ডীতলা থানার পুলিশ। সাংবাদিক বৈঠক করেন চণ্ডীতলা এসডিপি।

চণ্ডীতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, রেশনের চাল, আটা, ময়দা মজুত করে রাখা হয়েছে মশাটের একটি গোডাউনে এবং সেগুলি একটি ট্রাকে করে বেআইনিভাবে পাচার করা হবে বলে খবর পায় পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে রেশনের দ্রব্য উদ্ধারের পাশাপাশি তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কোথা থেকে আনা হতো রেশনের এই দ্রব্য সামগ্রী বা কোথায় বিক্রি করা হত ? এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে রেশনের এই সব দ্রব্য খোলা বাজারে চড়া দামে বিক্রি করা হত, বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, কিছু দিন আগেই ডানকুনির একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ রেশনের চাল-সহ একাধিক রেশনের সামগ্রী উদ্ধার করে ডানকুনি থানার পুলিশ। প্রায় দু’বছর ধরে চলছিল এই কারবার।

প্রশ্ন উঠছে, কীভাবে এতদিন ধরে রেশনের সামগ্রী গোডাউনে মজুত রেখে তা খোলা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছিল ?