Hooghly: জলে মোবাইল ডুবিয়ে ভিডিয়ো আর তা থেকেই রক্তারক্তিকাণ্ড! কীভাবে?

Hooghly: মিজানুর আর রাজা দুই বন্ধু। খন্যান পশ্চিমপাড়ায় বাড়ি মিজানুরের। পেশায় পরিযায়ী শ্রমিক। মুম্বইয়ে কাজ করতেন। কিছুদিন আগে গ্রামে ফিরেছেন। রাজার বাড়িও খন্যানের চৌমাথায়। তাঁর ফাস্ট ফুডের দোকান রয়েছে।

Hooghly: জলে মোবাইল ডুবিয়ে ভিডিয়ো আর তা থেকেই রক্তারক্তিকাণ্ড! কীভাবে?
আক্রান্ত যুবকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 06, 2025 | 11:29 PM

হুগলি: মোবাইল জলে ডুবিয়ে ভিডিও, ছবি ভাইরাল করা নিয়ে দুই বন্ধুর মধ্যে বচসা আর তা থেকেই রক্তারক্তিকাণ্ড! বন্ধুকে ছুরি মারার অভিযোগ অপর জনের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য খন্যানের পশ্চিমপাড়ায়।

মিজানুর আর রাজা দুই বন্ধু। খন্যান পশ্চিমপাড়ায় বাড়ি মিজানুরের। পেশায় পরিযায়ী শ্রমিক। মুম্বইয়ে কাজ করতেন। কিছুদিন আগে গ্রামে ফিরেছেন।
রাজার বাড়িও খন্যানের চৌমাথায়। তাঁর ফাস্ট ফুডের দোকান রয়েছে।

জানা গিয়েছে, মিজানুর তাঁর নিজের ফোন জলে ডুবিয়ে একটি ভিডিয়ো শুট করেছিলেন। জল ঢুকে তাঁর ফোন খারাপ হয়ে যায়। বাড়িতে অশান্তি হবে বলে রাজাকে বিষয়টি বাড়ির কাউকে জানাতে বারণ করেছিলেন মিজানুর। রাজা তা না শুনে সেই ভিডিয়ো ভাইরাল করে দেয়। এই নিয়ে দুজনের বচসা হয়েছিল মাস খানেক আগে।সেসময় রাজা মিজানুরকে প্রাণে মারার হুমকি দেন বলে অভিযোগ।

অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় খন্যান চৌমাথায়  মিজানুর যেতেই রাজা তাঁকে ছুরি দিয়ে এলোপাথাড়ি মারতে থাকেন। কোনওক্রমে পালিয়ে অটো ধরেন মিজানুর। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হাসপাতালে পৌঁছন। সেখানেই তিনি চিকিৎসাধীন।
পান্ডুয়া হাসপাতালে মিজানুর রহমান জানান, তাঁরা দুজনে খুব ভাল বন্ধু। কিন্তু ওই জলে ডোবা ছবি নিয়ে দুজনের অশান্তি হয়। খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তদন্ত চলছে।