Hooghly: রাফাল নিয়ে পোস্ট! বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ

Hooghly: মহম্মদ ওয়াকিলের বাড়ি বাঁশবেড়িয়া কলবাজারে।অভিযোগ, তিনি তাঁর সামাজিক মাধ্যমের পেজে রাফাল নিয়ে বিরূপ মন্তব্য করেন । গতকাল মগড়া থানায় বিজেপি কর্মি দেবজিৎ মুখোপাধ্যায় অভিযোগ দায়ের করেন।তারপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়।

Hooghly: রাফাল নিয়ে পোস্ট! বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ
গ্রেফতারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 15, 2025 | 6:03 PM

হুগলি: দেশ বিরোধী পোস্ট! মগড়ায় গ্রেফতার যুবক। ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে দেশ বিরোধী বক্তব্য সামাজিক মাধ্যমে বলা লেখা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে। তারপরেও দেশবিরোধী বক্তব্য সমাজ মাধ্যমে পোস্ট করে গ্রেফতিরর ঘটনা ঘটেছে। হুগলির বলাগড়, পান্ডুয়ায় দুইজন এর আগে গ্রেফতার হয়েছেন।এবার মগড়া থানা গ্রেফতার করল মহম্মদ ওয়াকিল নামে এক যুবককে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহম্মদ ওয়াকিলের বাড়ি বাঁশবেড়িয়া কলবাজারে।অভিযোগ, তিনি তাঁর সামাজিক মাধ্যমের পেজে রাফাল নিয়ে বিরূপ মন্তব্য করেন ।

গতকাল মগড়া থানায় বিজেপি কর্মি দেবজিৎ মুখোপাধ্যায় অভিযোগ দায়ের করেন।তারপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়।

উল্লেখ্য, গত পাঁচ দিন আগেই ভারত পাকিস্তান অস্থির পরিস্থিতিতে ভারত বিদ্বেষী পোস্ট করে অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগে হুগলির দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। সমাজমাধ্যমে দেশবিরোধী পোস্ট করেছিলেন বলাগড় এবং পান্ডুয়ায় দুই যুবক। তাঁদের বিরুদ্ধে বিজেপির পক্ষ পৃথক ভাবে দু’টি অভিযোগ দায়ের হয় থানায়।