হুগলি: ভিড়ে ঠাসাঠাসি লোকাল ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল ডানকুনি স্টেশনে। আশঙ্কাজনক অবস্থায় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই ব্যক্তিকে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে নটা নাগাদ ডানকুনি স্টেশনের চার নম্বর প্লাটফর্মে ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন ওই ব্যক্তি। খবর পেয়ে ডানকুনি জিআরপি ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তবে ওই ব্যক্তি অফিসে যাচ্ছিলেন নাকি একুশের সমাবেশে যাচ্ছিলেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। ওই পরিচয়ও এখনও জানা যায়নি। তবে ওই ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা করছে ডানকুনি জিআরপির আধিকারিকরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উত্তর পাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অফিস যাত্রীদের দাবি, তৃণমূল কর্মী সমর্থকরা লোকাল ট্রেনে সকাল থেকেই ভিড় করছেন। তাঁরা প্রত্যেকেই ধর্মতলা যাচ্ছেন। ফলে লোকাল ট্রেনে আগে থেকেই ভিড় ছিল। ফলে সমস্যা ছিল আগে থেকেই। প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠতে গিয়েই ঠেলাঠেলিতে পা হড়কে যায় ওই ব্যক্তির।
জানা যাচ্ছে, মাথায় গুরুতর চোট লেগেছে ওই ব্যক্তির। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই ব্যক্তিকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে।