হুগলি: ফোঁটা দেওয়ার আগে ভাইয়ের বাইকে কিছু জিনিস কিনতে বেরিয়েছিলেন দিদি। কলকাতার দিক থেকে বাইকটি পোলবার দিকে যাচ্ছিল। আবার কলকাতার দিক থেকে আসা চার চাকা গাড়িটি যাচ্ছিল ব্যান্ডেলের দিকে। বাইকটি কাছাকাছি চলে এলে কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন গাড়িচালক। ভয়ঙ্কর দুর্ঘটনা ভাইফোঁটার সকালে। দিদির কাছে ভাইফোঁটা নেওয়ার আগেই পথ দুর্ঘটনায় আহত দিদি ও ভাই। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে পোলবার সুগন্ধা পঞ্চায়েতের জারুরা দিল্লি রোডের উপর। আহত দিদি ও ভাইকে পোলবা থানার পুলিশ উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, কলকাতা থেকে চার চাকা গাড়িটি ব্যান্ডেল যাচ্ছিল। গাড়িটিতে চালক ছাড়াও আরও তিন জন ছিলেন। জারুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। চার চাকা গাড়ি ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। চালক সহ তিন জন ছিলেন গাড়িতে। দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুছড়ে যায় চার চাকা গাড়ির সামনের অংশ।
বাইক থেকে ছিটকে পড়েন ভাই-বোন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তাঁরা। স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে এগিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গাড়িতে থাকা চার জনের অল্পবিস্তর চোট লেগেছে। কিন্তু বাইকে থাকা ভাই-বোনের চোট গুরুতর। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। বাজেয়াপ্ত করা হয়েছে চার চাকা গাড়িটিকে। গাড়িতে থাকা চার জনেরও প্রাথমিক চিকিৎসা করানো হচ্ছে। আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। এখনও পর্যন্ত আহতদের নাম জানা যায়নি। তবে আহত অবস্থায় তাঁরা উদ্ধারকারীদর জানিয়েছিলেন, সম্পর্কে তাঁরা ভাইবোন। তাঁরা কিছুটা সুস্থ হলে বাড়ির ঠিকানা জানার চেষ্টা করবে পুলিশ।