Hooghly: বিডিও অফিস থেকে ব্যালট পেপার-ভোটার কার্ড পাচারের চেষ্টার অভিযোগ, আটকাল বিজেপি

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 08, 2024 | 8:38 PM

Hooghly: পোলবা দাদপুর বিডিও জগদীশ প্রসাদ বারুই জানান,গোডাউনে পড়ে থেকে নষ্ট হচ্ছিল পুরনো কাগজ।সেগুলো সরকারি পদ্ধতি মেনে টেন্ডার করা হয়।অনেক কাগজ তাই সেগুলো বের করে গোছগাছ করতে সময় লাগে।

Hooghly: বিডিও অফিস থেকে ব্যালট পেপার-ভোটার কার্ড পাচারের চেষ্টার অভিযোগ, আটকাল বিজেপি
উদ্ধার হওয়া নথি
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: পোলবা বিডিও অফিস থেকে রাতের অন্ধকারে ব্যালট পেপার, ভোটার কার্ড, পুরোনো কাগজপত্র টিনের বাক্স গাড়ি বোঝাই হচ্ছে, জানতে পেরে বিজেপি কর্মীরা গিয়ে আটকান। যদিও ব্লক প্রশাসনের দাবি,  সরকারি নিয়ম মেনে টেন্ডার করে পুরোনো কাগজ বিক্রি হয়েছে।

পোলবা দাদপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বেজেপি’র অর্ঘ্য চক্রবর্তীর অভিযোগ,সরকারি অফিস থেকে সরকারি কাগজ রাতের অন্ধকারে পাচার হচ্ছিল।ভোটার কার্ড ব্যালট পেপার বিভিন্ন ভাতার আবেদনপত্র টিনের বাক্স ছিল।

পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তানসেন মন্ডল বলেন, “বিডিও অফিসের ভিতরে একটি গোডাউন মেরামত করার প্রয়োজন। যে গোডাউনে অনেক পুরনো কাগজপত্র পড়ে পড়ে নষ্ট হচ্ছিল।” তাঁর বক্তব্য, গত মাসের ১২ তারিখে অর্থের মিটিংয়ে সিদ্ধান্ত হয় পুরনো নষ্ট হয়ে যাওয়া কাগজপত্র টেন্ডার করে বিক্রি করা হবে। ওপেন টেন্ডারের মাধ্যমে সেই কাগজ বিক্রি করা হয় আশি হাজার টাকায়। যে কিনেছে তিনি গাড়ি লোড করছিলেন তখন বিজেপির কিছু অবাঞ্ছিত লোক বিডিও অফিসে ঢুকে সেই জিনিসপত্র আটকান বলে দাবি।

বিজেপি রাজনীতি করার জন্য এসব করছে।কোন ভাল কাজ উন্নয়নমূলক কাজে তাদের পাওয়া যায় না।

পোলবা দাদপুর বিডিও জগদীশ প্রসাদ বারুই জানান,গোডাউনে পড়ে থেকে নষ্ট হচ্ছিল পুরনো কাগজ।সেগুলো সরকারি পদ্ধতি মেনে টেন্ডার করা হয়।অনেক কাগজ তাই সেগুলো বের করে গোছগাছ করতে সময় লাগে।গতকাল রাত ন’টা পর্যন্ত তিনি অফিসে ছিলেন।তারপর বেরিয়ে যান তিনি পরে শুনতে পান কিছু লোক গিয়ে গাড়ি আটকেছেন।

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, “বিজেপির নেই কাজ তো খই ভাজ। সরকারি নিয়ম মেনে পুরনো জিনিসপত্র টেন্ডার করা হয়েছিল। সেগুলো গুছিয়ে নিতে একটু রাত হয়েছে।তখন বিজেপি গিয়ে সেই গাড়ি আটকায়।”

Next Article