Hooghly: ‘মৃত ভোটারের নাম রেখে দেওয়ার চেষ্টা’, BLO-কে জানিয়ে দেওয়ায় আক্রান্ত বিজেপি কর্মী

Hooghly: রবিবার রাস্তাতেই আক্রান্ত হন তপতি মালিক। মারধরে তিনি অচৈতন্য হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা।অভিযোগ, তপতি মালিককে মারধরের ঘটনায় যুক্ত সকলেই তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত।

Hooghly: মৃত ভোটারের নাম রেখে দেওয়ার চেষ্টা, BLO-কে জানিয়ে দেওয়ায় আক্রান্ত বিজেপি কর্মী
আক্রান্ত বিজেপি কর্মীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 10, 2025 | 1:28 PM

হুগলি:  ভোটার তালিকায় মৃত ভোটারের নাম রেখে দেওয়ার চেষ্টার অভিযোগ। তৃণমূল কর্মীর আত্মীয়র এই কাণ্ড বিএলও-কাছে জানিয়ে দিয়েছিলেন বিজেপি কর্মী। অভিযোগ, তাতেই আক্রান্ত তিনি। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তারকেশ্বরের বালিগরী দুই নম্বর পঞ্চায়েত এলাকায়। থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা বিজেপি কর্মী। আক্রান্ত মহিলা বিজেপি কর্মীর নাম তপতি মালিক।

রবিবার সকালে এসআইআর ফর্ম দিতে যান সংশ্লিষ্ট BLO ।  বিজেপি কর্মীর বক্তব্য, বিএলও তাঁর কাছে জানতে চান, এলাকার বাসিন্দা শৈলবালা মালিক আদৌ জীবিত না মৃত! তপতি বিএলও-কে জানিয়ে দেন শৈলবালা মৃত। অভিযোগ, এর পরই মৃত ভোটারের আত্মীয়রা তাঁর উপর চড়াও হয়ে বেধড়ক মারধর শুরু করেন।

রবিবার রাস্তাতেই আক্রান্ত হন তপতি মালিক। মারধরে তিনি অচৈতন্য হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা।অভিযোগ, তপতি মালিককে মারধরের ঘটনায় যুক্ত সকলেই তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত।

রবিবার সন্ধ্যাতেই তপতি মালিক তিন জন তৃণমল কর্মীর বিরুদ্ধে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির অভিযোগ,  তৃণমল মৃত ভোটার দের ভোটার তালিকায় রেখে দেওয়ার চেষ্টা করছে।

বিজেপি নেতা গণেশ চক্রবর্তী বলেন, “তপতি মালিক সহযোগিতা করেছেন। শুধু মাত্র বিজেপি করার জন্যই তপতিকে মারধর করা হয়েছে।” অন্যদিকে, তৃণমল বিধায়ক রামেন্দু সিং রায় বলেন, “কার বাড়িতে মৃত ভোটার আছে অন্যের নাক গলানোর প্রয়োজন আছে কি ? সবটাই দেখবে নির্বাচন কমিশন। বিজেপি আইন বিরুদ্ধ কাজ করছে। ফর্ম এখনও জমাই পড়েনি, সেখানে তৃণমূল মৃত ভোটারের নাম কী করে রাখবে?”