হুগলি: রেলের তরফে ঘোষণা করা হয়েছিল আগেই। প্ল্যাটফর্মে মাইকিংও করা হয়েছিল। কিন্তু যাঁরা নিত্য ট্রেনে যাতায়াত করেন না, তাঁদের কাছে সে বার্তা পৌঁছয়নি। অনেকেই জানতেন না ট্রেন চলাচল বন্ধ থাকবে। জামাইষষ্ঠীর সকালে চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা। তারকেশ্বর প্লাটফর্মে ধরা পড়ল সেই ছবি। সকালে প্ল্যাটফর্ম ফাঁকা থাকলেও, বেলা বাড়লে ভিড় জমতে শুরু করে।
প্রসঙ্গত, শনিবারই রেলের তরফে ঘোষণা করা হয়, শনিবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে রবিবার দুপুর ১.২৫ মিনিট পর্যন্ত তারকেশ্বর থেকে হাওড়া এবং তারকেশ্বর থেকে গোঘাট সমস্ত আপ ডাউন ট্রেন চলাচল বন্ধ থাকবে।
তারকেশ্বর ও লোকনাথ স্টেশনের মাঝখানে বহু দিনের পুরানো একটি স্মল কালভার্ট বিপজ্জনক অবস্থায় ছিল। সেটি সংস্কার করা হচ্ছে। প্রাথমিকভাবে কাজ শুরু হয়ে গিয়েছে। সেই কারণেই ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও রেলের তরফ থেকে জানানো হয়েছে, সকালে হরিপাল থেকে হাওড়া পর্যন্ত মাত্র তিনটি স্পেশ্যাল প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে।
এদিকে, জামাইষষ্ঠীতে বেরিয়ে বিপাকে যাত্রীরা। অনেকেই না জেনে স্টেশনে চলে এসেছেন ট্রেন ধরতে। তাতে হয়রানির শিকার হতে হচ্ছে তাঁদের। কেউ যাবেন বসিরহাট, কেউ হাওড়া, আবার কেউ আরামবাগ। শ্বশুরবাড়ি, আত্মীয়দের বাড়ি যাওয়ার জন্য বিকল্প পথ ধরছেন অনেকেই।
এক যাত্রী বলেন, “আমার তো সেভাবে ট্রেনে চলাফেরা করি না। প্ল্যাটফর্মে নাকি আগে থেকেই ঘোষণা করে দিয়েছিল। আমরা এসে প্রথমে দেখি স্টেশন ফাঁকা। ওতটা বুঝি নি। প্রথমে ভাবছিলাম ট্রেন আসবে। কিন্তু পরে তো জানলাম এই অবস্থা। একে গরম, ঘেমে একাকার অবস্থা। এখন ভাবছি কীভাবে যাব।”