কলকাতা: হলদিয়ার পর এবার হুগলিতে (Hooghly) সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ঠিক হুগলির সেই মাঠেই মাঝের এক দিনের ব্যবধানে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। হাইভোল্টেজ নির্বাচনের আগে এখন তপ্ত হুগলির মাটি।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি, সোমবার চুঁচুড়ায় জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক সভার পাশাপাশি সেদিন কিছু সরকারি অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী। যেমন দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকেরও একটি অনুষ্ঠান রয়েছে। উল্লেখ্য, এখনও পর্যন্ত ভোটের নির্ঘণ্ট নির্ধারিত হয়নি, প্রধানমন্ত্রী যদি সেদিন সরকারি কোনও প্রকল্পের অনুষ্ঠানে উপস্থিত থাকেন, তাহলে ধরে নেওয়া যায়, এরই মাঝে ভোটের দিন ঘোষণা হবে না।
প্রধানমন্ত্রী যে মাঠে সভা করবেন, ঠিক এক দিন বাদেই অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি সেই মাঠেই সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ যেন চ্যালেঞ্জ! জবাবের পাল্টা জবাব। অর্থাৎ প্রধানমন্ত্রী বাংলা এসে যা বলে যাবেন, তার পাল্টা দিতেই যে সেই মাঠে দাঁড়িয়েই চ্যালেঞ্জ ছুড়বেন মমতা, তা একপ্রকার নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা।
আরও পড়ুন: ‘বাড়ির বউ এসেছে বিদেশ থেকে এসেছে আর আমরা বহিরাগত!’
হুগলিতে এখনও পর্যন্ত ইট গাঁথতে পারেনি বিজেপি। ১৮ টি কেন্দ্রের মধ্যে ১৬ টি তৃণমূলের। একটি কংগ্রেস আর একটি সিপিএমের দখলে। তবে সম্প্রতি উত্তরপাড়ায় তৃণমূলের টিকিটে জেতা বিধায়ক প্রবীর ঘোষাল বিজেপিতে যোগ দিয়েছে। হুগলি দখলে মরিয়া প্রয়াস চালাচ্ছে বিজেপি।