Hooghly: প্রাক্তন ছাত্রীকে প্রেমের প্রস্তাব, অধ্যাপিকাকে বহিষ্কারের দাবিতে উত্তাল কলেজ

Hooghly: অভিযোগ, ওই অধ্যাপিকার প্রাইভেটে না গেলে শিক্ষার্থীদের হেনস্থা ও মানসিক চাপে ফেলার পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের নাম করে হুমকি দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের দাবি, বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ গড়াই তা চাপা দেওয়ার চেষ্টা করছেন।

Hooghly: প্রাক্তন ছাত্রীকে প্রেমের প্রস্তাব, অধ্যাপিকাকে বহিষ্কারের দাবিতে উত্তাল কলেজ
আরামবাগ নেতাজি কলেজে উত্তেজনাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 28, 2025 | 3:02 PM

আরামবাগ: অধ্যক্ষের রুমের সামনে বসে অধ্যাপিকার বহিষ্কারের দাবিতে ছাত্র বিক্ষোভ, উত্তেজনা আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ে। আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ে সঙ্গীত বিভাগের এক অধ্যাপিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগে উত্তেজনা। অধ্যাপিকা তনয়া পাল চৌধুরীর বহিষ্কারের দাবিতে সোমবার কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষর রুমের সামনে অবস্থান-বিক্ষোভ ছাত্রছাত্রীদের একাংশের।

অভিযোগ, ওই অধ্যাপিকার প্রাইভেটে না গেলে শিক্ষার্থীদের হেনস্থা ও মানসিক চাপে ফেলার পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের নাম করে হুমকি দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের দাবি, বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ গড়াই তা চাপা দেওয়ার চেষ্টা করছেন।

এছাড়া আরও গুরুতর অভিযোগ, অধ্যাপিকা তনয়া পাল চৌধুরী এক প্রাক্তন ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই ছাত্রীকে লাগাতার হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অধ্যাপিকার বিরুদ্ধে দুই ছাত্রী আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আরামবাগ থানায় অভিযোগকে কেন্দ্র করে আরামবাগ মহকুমা জুড়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা। যদিও কলেজ কর্তৃপক্ষ বা অধ্যাপিকা কেউই এখনও এই বিষয়ে মুখ খোলেননি। সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়েও অধ্যক্ষ বিশ্বনাথ গড়াই বিষয়টি এড়িয়ে যান।