Hooghly: শখ করে ফুচকা ভাজার সময়েই নাকে আসে গন্ধটা… আর তাতেই নিঃস্ব গোটা ব্যবসায়ী পরিবার

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 10, 2025 | 4:51 PM

Hooghly: স্থানীয় বাসিন্দারাই প্রথমে বাড়ি থেকে বালতি-গামলা করে জলে এনে আগুন নেভানোর চেষ্টা করেন । কিন্তু তাতে আগুন নিয়ন্ত্রণে আসছিল না। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুন নেভাতে গিয়ে আহত হন এক দমকল কর্মী।

Hooghly: শখ করে ফুচকা ভাজার সময়েই নাকে আসে গন্ধটা... আর তাতেই নিঃস্ব গোটা ব্যবসায়ী পরিবার
ব্যবসায়ীর বাড়িতে আগুন!
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: ফুচকা ভাজার সময়েই গন্ধ পাচ্ছিলেন। কিন্তু তাতে বিশেষ একটা আমল দেননি ব্যবসায়ী। কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর ঘটনা। সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার ঘুটিয়াবাজারে। হুগলি চুঁচুড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ঘুটিয়াবাজারে একটি বাড়িতে ফুচকা ভাজার জন্য গ্যাস জ্বালাতে গিয়ে বিপত্তি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা কিশোরী সিং পেশায় ফুচকা ব্যবসায়ী। সোমবার সকালে ফুচকা বেলে ভাজার জন্য গ্যাস জ্বালান তিনি। সিলিন্ডার লিক করে আগুন লেগে যায় গোটা বাড়িতে।

স্থানীয় বাসিন্দারাই প্রথমে বাড়ি থেকে বালতি-গামলা করে জলে এনে আগুন নেভানোর চেষ্টা করেন । কিন্তু তাতে আগুন নিয়ন্ত্রণে আসছিল না। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুন নেভাতে গিয়ে আহত হন এক দমকল কর্মী।

আগুন লেগে বাড়ির ভিতরে সমস্ত আসবাবপত্র, ফ্রিজ, টিভি, পাখা, এমনকি আলমারিতে রাখা সব টাকাও পুড়ে খাক হয়ে গিয়েছে।  দমকলের আধিকারিক দেবাশিস বিশ্বাস জানান, ছোট ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয়। ব্যবসায়ীর স্ত্রী রীতা দেবী সিং ক্যান্সার আক্রান্ত। আগুন লাগার সময় তিনি ঘরেই ছিলেন। তাঁকে কোনওভাবে বাইরে বের করা হয়। তিনিও অল্প আহত হয়েছেন।

Next Article