
হুগলি: পুলিশকে নাকানি চোবানি খাওয়ানোর ৪৮ ঘণ্টা পর উদ্ধার চার নাবালক স্কুল ছাত্র। ছেলেদের মানুষ করতে পারিনি, আফসোস অভিভাবকদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ ফেব্রুয়ারি স্কুলে বেরিয়ে নিখোঁজ হয় হুগলির জাঙ্গিপাড়া থানার বড়হল হাইস্কুলের নবম শ্রেণির চার ছাত্র।
ওইদিন সন্ধ্যায় জাঙ্গিপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন চার ছাত্রের পরিবার। শুক্রবার সকালে তাঁদের হুগলির হরিপালের একটি আবাসন থেকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, স্কুল থেকে বেরিয়ে ওই চার ছাত্র প্রথমে নবদ্বীপ যায়, এরপর তারকেশ্বর হয়ে হরিপালের একটি আবাসনে আশ্রয় নেয়। সকালে তাদের হরিপাল থেকে উদ্ধার করা হয়।
নাবালক বা নাবালিকাদের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার প্রবণতা দিন দিন এত বাড়ছে কেন? চণ্ডীতলা এসডিপিও তমাল সরকার বলেন, “সচেতনার অভাব যেমন আছে পাশপাশি সামাজিক মাধ্যম কিছুটা দায়ী।পুলিশের তরফ থেকে স্কুলে স্কুলে স্বয়ংসিদ্ধা নামে ক্যাম্প করে সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে তবে এটা সময় সাপেক্ষ।”
অন্যদিকে উদ্ধার হওয়া ছাত্রদের অভিভাবকরা তাঁদের ভুল স্বীকার করে নিয়ে বলেন, “অভিভাবক হিসাবে সফল নই, ছেলে মেয়েদের মানুষ করার ক্ষত্রে বড় গাফিলতি রয়ে গিয়েছে।”