Hooghly Incident: মাকে বলেছিলেন বন্ধুদের সঙ্গে নৌকাবিহারে যাচ্ছেন, বাড়ির লোক দেখন পাড়ে পরে জামা-প্য়ান্ট আর ছেলে…

Hooghly Incident: নৌকারই মাঝি জানিয়েছেন, মাঝ নদীতে বসেই মদ্যপান করছিলেন তাঁরা। পরে হঠাৎ হুজুক চাপে তাঁরা গঙ্গায় স্নান করতে নামবেন। বন্ধুরা, মাঝি বাধা দিয়েছিলেন।

Hooghly Incident: মাকে বলেছিলেন বন্ধুদের সঙ্গে নৌকাবিহারে যাচ্ছেন, বাড়ির লোক দেখন পাড়ে পরে জামা-প্য়ান্ট আর ছেলে...
হুগলিতে জলে ডুবে মৃত্যু

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 25, 2022 | 8:17 AM

হুগলি: দুপুরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। বাড়িতে জানিয়েই গিয়েছিলেন রাতে ফিরবেন না। বন্ধুদের সঙ্গে ক্লাবে পার্টি করেন তিনি। তারপর আবার যান গঙ্গায় নৌকা বিহারে। তাও আবার মত্ত অবস্থায়। মর্মান্তিক পরিণতি যুবকের। মত্ত অবস্থায় গঙ্গায় স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেলেন এক যুবক। তাঁর রাকেশ রজক। হুগলি জেলখানা সংলগ্ন গঙ্গার ঘাট থেকে বছর পঁচিশের ওই যুবক তলিয়ে যান বলে খবর।

হুগলি চুঁচুড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের চকবাজার পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা রাকেশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরের পরে বন্ধুদের সঙ্গে গঙ্গা পাড়ে স্নান করবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর গঙ্গারঘাটে এসে নৌকাবিহারে যান সবাই।

নৌকারই মাঝি জানিয়েছেন, মাঝ নদীতে বসেই মদ্যপান করছিলেন তাঁরা। পরে হঠাৎ হুজুক চাপে তাঁরা গঙ্গায় স্নান করতে নামবেন। বন্ধুরা, মাঝি বাধা দিয়েছিলেন। তারপর জামা কাপড় খুলে হঠ করে গঙ্গায় ঝাঁপ। কিন্তু সাঁতার কাটতে পারেননি। তলিয়ে গেলেন যুবক। তাঁর জামা প্যান্ট গঙ্গার পাড়ে পরে ছিল। নিখোঁজ রাকেশের মা জানান, বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়েছিলেন। সারা রাত স্থানীয় ক্লাবে ছিলেন।

পরিবারের সদস্যরা জানাচ্ছেন, রাতে তাঁরা প্রথমে খবরই পাননি। ফোনে তাঁকে পাওয়া যাচ্ছিল না। পরে বন্ধুরাই তাঁর পরিবারকে ফোন করে জানান। পরিবারের লোক ঘাটে এসে কাউকেই খুঁজে পান না বলে দাবি। পরে চুঁচুড়া থানার পুলিশকে খবর দেন।

পুলিশ বিপর্যয় মোকাবিলার দলকে কাজে লাগায়। স্পিডবোর্ড দিয়ে চলে উদ্ধারকার্য। ওই এলাকায় গঙ্গার উপর দুটি ব্রিজ থাকায় উদ্ধারকার্য চালাতে অসুবিধার মুখে পড়তে হচ্ছে বিপর্যয় মোকাবিলা দলকে। এখনও পর্যন্ত দেহ উদ্ধার হয়নি।

আরও পড়ুন: Jalpaiguri Drug: শহরে বাড়ছে মাদকের ব্যবসা, তা বলে কেন পুলিশের নজরে ওষুধ বিক্রেতারা? অবাক করা ‘কার্যকারণ সম্পর্ক’

আরও পড়ুন: Anarul Arrested on Bagtui Massacre: কে আনারুল হোসেন? কেন তড়িঘড়ি গ্রেফতার করালেন মমতা?