
হুগলি: পান্ডুয়ার খন্যানে যেন উল্কাপাতের মতো বজ্রপাত! খন্যানের বাসিন্দা রাজু মালিকের বাড়ির ছাদ ফাটিয়ে গর্ত করে দেয় বাজ ।সানসেট ভেঙে যায়। ঘরের টিভি ফ্রিজ-সহ বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়। আহত হয় তিন মাসের এক শিশু সহ পরিবারের অন্যান্য সদস্যরা। শিশুটিকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার মধ্যরাতে পান্ডুয়ার ইটাচুনাচুনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাটপুকুর গ্রামে ঘনঘন বজ্রপাত হয় সঙ্গে প্রবল বৃষ্টি। রাজু মালিকের বাড়িতে বজ্রপাতের ফলে বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়। ছাদে গর্ত হয়ে যায়।বিদ্যুতের ঝলক আর প্রচণ্ড শব্দে তিন মাসের শিশু কন্যা আহত হয়। শিশুর মা বাবাও আহত হন। তাঁদের ইটাচুনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর শিশুটিকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দা মন্টু মন্ডল বলেন, “গ্রামে যেভাবে বজ্রপাত হচ্ছিল, তাতে আতঙ্ক ছড়ায়। সকালে শুনতে পাই একটি বাড়ির ওপরেই বাজ পড়েছে। সেই বাড়ির একটি শিশু-সহ পরিবারে অন্য সদস্যরা আহত হয়েছে। বাড়ির সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে গিয়েছে। আশেপাশের বাড়িতেও একই রকম ক্ষতি হয়েছে।”
শিশুটি সোমবার রাত থেকেই কেমন নিস্তেজ হয়ে রয়েছে বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে অ্যাম্বুলেন্সে করে। স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি, ব্লকে বিষয়টি জানানো হয়েছে।