Hooghly Lynching: চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

Hooghly Lynching: শেখ নজরুল আর তাঁর ছেলে রাহুল টোটোতে কিছু লোহার যন্ত্রাংশ নিয়ে যাচ্ছিলেন হরিজনপল্লিতে। সেসময় ভোলা হরিজন ট্রলি ভ্যানে ফুল বিক্রি করতে যাচ্ছিলেন ওই পথ দিয়েই।

Hooghly Lynching: চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
চোর সন্দেহে পিটিয়ে খুনImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 05, 2023 | 4:06 PM

হুগলি: চোর সন্দেহে এক ব্যক্তিকে খুনের অভিযোগ চন্দননগরে। পুলিশ জানিয়েছে,  মৃতের নাম শেখ নজরুল হোসেন(৪২)। বাড়ি চন্দননগর বেশোহাটা এলাকায়। অভিযুক্ত ফুল ব্যবসায়ী শানু চট্টোপাধ্যায় ওরফে ভোলাকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  চন্দননগর হরিজনপল্লি এক লজের সামনে চোর সন্দেহে সেখ নজরুলকে মারধর শুরু করে ফুল ব্যবসায়ী ভোলা। তাঁর বুকে ও পেটে লাথি মারা হয় বলে অভিযোগ। সংজ্ঞাহীন হয়ে রাস্তার ধারে পড়ে পড়ে থাকেন।হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেখ নজরুল আর তাঁর ছেলে রাহুল টোটোতে কিছু লোহার যন্ত্রাংশ নিয়ে যাচ্ছিলেন হরিজনপল্লিতে। সেসময় ভোলা হরিজন ট্রলি ভ্যানে ফুল বিক্রি করতে যাচ্ছিলেন ওই পথ দিয়েই। ভোলা নজরুলকে দেখে চোরাই মাল নিয়ে যাচ্ছে বলে সন্দেহ করে। দু’জনের বচসা শুরু হয়। নজরুলের ছেলে টোটো নিয়ে চলে যান। ভোলা নজরুলকে মারধর করতে থাকেন। লজের সামনে রাস্তায় ফেলে লাথি মারতে থাকেন বলে অভিযোগ। সংজ্ঞাহীন হয়ে পড়ে থাকেন।

তাঁকে ওই অবস্থায় উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দননগর থানার পুলিশ। ডিসি চন্দননগর ইশানি পালের নেতৃত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়। মৃত ব্যক্তির ছেলে শেখ রাহুল জানান, দিল্লির রোডের ধারে একটি কারখানায় কাজ করতেন তাঁর বাবা। এছাড়া লোহার পুরনো যন্ত্রাংশ কিনে, পরে সেগুলো বিক্রি করেন। তাঁকে চুরির অপবাদ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। নির্দিষ্ট কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।