Hooghly: ‘ছেলেকে কোনও বলতে হয়নি পড়তে বস’, মাধ্যমিকে 5th হওয়া দীপ্তজিতের মা-বাবা আজ গর্বিত

Hooghly: হুগলির খন্যানের ইটাচুনা মাখালডি গ্রামে বাড়ি দীপ্তজিৎ ঘোষের। শুক্রবার মাধ্যমিকের মেধা তালিকা বেরিয়েছে। সেখানে পঞ্চম স্থান অর্জন করেছে। বাবা তরুণ কুমার ঘোষ প্রাইভেট পড়ান।

Hooghly: ছেলেকে কোনও বলতে হয়নি পড়তে বস, মাধ্যমিকে 5th হওয়া দীপ্তজিতের মা-বাবা আজ গর্বিত
দীপ্তজিৎ ঘোষImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 02, 2025 | 5:26 PM

হুগলি: ‘পড়াশোনার ব্যাপারে সব সময় সিরিয়াস। ছোট থেকেই মেধাবী…।’ ছেলে মাধ্যমিকে পঞ্চম স্থান পেয়েছে। গর্বিত মা-বাবা তাই আর আবেগ ধরে রাখতে পারলেন। সংবাদ মাধ্যমের সামনে বলে দিলেন সব কথা।

হুগলির খন্যানের ইটাচুনা মাখালডি গ্রামে বাড়ি দীপ্তজিৎ ঘোষের। শুক্রবার মাধ্যমিকের মেধা তালিকা বেরিয়েছে। সেখানে পঞ্চম স্থান অর্জন করেছে। বাবা তরুণ কুমার ঘোষ প্রাইভেট পড়ান। চাষের কাজও করেন। মা দিপালী ঘোষ গৃহশিক্ষকতা করেন। মাধ্য়মিকে উত্তীর্ণ পড়ুয়ার মা-বাবা জানিয়েছেন, বরাবরই মেধাবী দীপ্তজিৎ। স্কুলে প্রথম হত। মাধ্যমিকে ভাল ফল করবে আশা ছিল। বড় হয়ে চিকিৎসক হতে চায় সে।

ছাত্রের মা জানান, “ছেলে ভাল ফল করেছে খুব ভাল লাগছে। দীপ্ত বরাবরই পড়াশোনার ব্যাপারে সিরিয়াস। কখনো পড়তে বস বলতে হয়নি। নিজে নিজেই পড়ত।” প্রসঙ্গত, উল্লেখ্য, এই বছর মাধ্যমিকে পঞ্চম হয়েছে চারজন। তার মধ্যে তিনজন হলেন হুগলির। একজন সিনচ্যান নন্দী ও চৌধুরী মহম্মদ আসিফ। এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনার সোমতীর্থ করণ রয়েছেন। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৯১ নম্বর।