Hooghly: দুর্গাপুজোর বিসর্জনের রাতেই দুর্ঘটনা, বাইকে আগুন ধরাল জনতা

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 14, 2024 | 9:28 AM

Hooghly: প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বৈদ্যবাটি কাজীপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় বাসিন্দাকে ধাক্কা মারে বাইকটি। জানা গিয়েছে, তাপস শাসমল নামে বছর বাহান্নর ব্যক্তি আহত হন। গুরুতরভাবে আহত হন তিনি। তখনই উত্তেজিত জনতা ওই বাইকে আগুন লাগিয়ে দেয়।

Hooghly: দুর্গাপুজোর বিসর্জনের রাতেই দুর্ঘটনা, বাইকে আগুন ধরাল জনতা
বাইক দুর্ঘটনায় আহত
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি:  দুর্গাপুজোর বিসর্জনের রাতেই বাইক দুর্ঘটনায় আহত এক। প্রতিবাদে উত্তেজিত জনতা ঘাতক বাইকে আগুন ধরায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,  রবিবার গভীর রাতে বৈদ্যবাটি চৌমাথার দিক থেকে বৈদ্যবাটি ১১নম্বর রেল গেটের দিকে আসছিল একটি বাইক।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বৈদ্যবাটি কাজীপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় বাসিন্দাকে ধাক্কা মারে বাইকটি। জানা গিয়েছে, তাপস শাসমল নামে বছর বাহান্নর ব্যক্তি আহত হন। গুরুতরভাবে আহত হন তিনি। তখনই উত্তেজিত জনতা ওই বাইকে আগুন লাগিয়ে দেয়। আহত অবস্থায় তাপস শাসমলকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।

আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। দাউ দাউ করে জ্বলতে থাকে বাইকটি। ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নেভান তাঁরা। যদিও সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়ে যায় বাইকটি। কেন এমন ঘটনা ঘটল, আর কারাই বা বাইকে আগুন লাগাল, তা খতিয়ে দেখছে শ্রীরামপুর থানার পুলিশ। যদিও স্থানীয় বাসিন্দারা কেউই  এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।

এই খবরটিও পড়ুন

Next Article