
হুগলি: দীর্ঘদিন ধরেই এলাকায় একটি জেরক্সের দোকান ছিল। হুগলির চণ্ডিতলার গরলগাছা এলাকায় একটি জেরক্সের দোকানে রমরমিয়ে চলছিল জাল বার্থ সার্টিফিকেট তৈরির কারবার। অভিযোগ, জেরক্সের দোকানের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। পাশপাশি আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে চণ্ডিতলা থানার পুলিশ।
জানা গিয়েছে, চণ্ডিতলার বেলেডাঙা এলাকার বাসিন্দা আজাদ পাসওয়ান। তিনি তাঁর তিন পুত্রের জন্ম শংসাপত্র তৈরি করেছিলেন ওই জেরক্সের দোকান থেকে।
গত ২৩ তারিখ চণ্ডিতলা গ্রাম পঞ্চায়েতে জন্ম শংসাপত্র ডিজিট্যাল করার আবেদন করেন আজাদের স্ত্রী চন্দ্রা পাসওয়ান। চণ্ডিতলা গ্রাম পঞ্চায়েত জন্মের শংসাপত্র খতিয়ে দেখে জানতে পারেন সেগুলি জাল বার্থ সার্টিফিকেট। শংসাপত্রে দেখা যাচ্ছে ২০১৭ সালে তৈরি করা হয়েছে এবং সেখানে ২০০৮ সালের পঞ্চায়েত প্রধানের সই করা আছে যা নকল সই।
এর পরই চণ্ডিতলা গ্রাম পঞ্চায়েতের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়। সেই
অভিযোগ পেয়ে আজাদ ও জেরক্স দোকানের মালিক সৌম্যদীপ পাঁজা আটক করে পুলিশ। পরে সৌম্যদীপকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরও কত জাল সার্টিফিকেট তৈরি করা হয়েছিল এবং এই চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত তা পুরোটাই তদন্ত করছে সেখানকার পুলিশ।